You will be redirected to an external website

Durga Puja 2025: চতুর্থীর সন্ধ্যাতেই জনজোয়ার, ‘আর বৃষ্টি চাই না’, একটাই কথা দর্শনার্থীদের

The Meteorological Department has predicted scattered rain. But what does that mean?

চতুর্থীর সন্ধ্যাতেই জনজোয়ার

বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। কিন্তু তাতে কী! চতুর্থীর সন্ধ্যায় কলকাতার রাস্তায় নামল মানুষের ঢল। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে একডালিয়া, সর্বত্রই উপচে পড়ল মানুষের ভিড়। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম অপারেশন সিঁদুর। লাইট অ্যান্ড সাউন্ডের সেই থিম ইতিমধ্য়েই সেই থিম সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। মণ্ডপের দরজা খুলতেই ব্যাপক উন্মাদনা দেখা গেল দর্শনার্থীদের মধ্যেও। ইতিমধ্যেই পুজোর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তারপরেই দেখা গেল জনজোয়ার। দর্শনার্থীদের মুখে একটাই কথা, খুবই ভাল থিম হয়েছে। দেখে খুবই ভাল লাগল। কেউ আবার বলছেন, সপ্তমী-অষ্টমীতে ভিড় অনেক বেশি থাকবে তাই আগেই দেখে নিতে চাইলাম।  

তবে শুধু সন্তোষ মিত্র স্কোয়ার নয়, বাদামতলা আষাঢ় সংঘতেও দেখা গেল জনসমুদ্রের ছবি। এবার তাঁদের থিম ‘আর্জি’। সেখান থেকেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক দর্শনার্থী বললেন, “মাঝেমাঝেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু সমস্যা তৈরি করলেও বেরিয়ে পড়েছি। চাইছি বৃষ্টিটা যেন আর না হয়। আমরা তো গোটা বছর এই পুজোর জন্য আশা করে থাকি।” 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The excitement in Bengal is now at its peak with Durga Puja. Read Next

স্টেইনলেস স্টিলের দুর্গ...