নভেম্বরের শেষেই আসছে ঘূর্ণিঝড় 'সেনিয়ার'!
দক্ষিণবঙ্গ যখন শীতের আগমনের অপেক্ষায়, ঠিক তখনই বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। মৌসম ভবন জানিয়েছে, খুব শীঘ্রই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বুধবারের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যার নাম হবে ‘সেনিয়ার’ (Cyclone Serian), এই শব্দের অর্থ ‘সিংহ’ অর্থাৎ নামেই জোরাল শক্তির ইঙ্গিত।
মৌসম ভবন জানিয়েছে, শনিবার যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, তা আরও ঘনিভূত হয়ে মালাক্কা প্রণালীর আশপাশের আন্দামান সাগরের কাছে স্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমটি এখন পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সোমবারের মধ্যেই এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে অনুমান। এরপর পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে (Cyclone Serian) রূপ নিতে পারে।
তবে এই সিস্টেমের গতিপথ এখনই স্পষ্ট নয়। আবহবিদরা জানাচ্ছেন, ঠিক কোন দিকে সে যাবে, সেটি নিশ্চিত করে বলতে ১-২ দিন সময় লাগবে। গতিবেগ নিয়েও এখনই পরিষ্কার ধারণা দেওয়া যাচ্ছে না। সমুদ্রের ওপর থাকাকালীন ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার বা বুধবার নাগাদ এর সম্ভাব্য পথ ও গতির বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের (Cyclone Serian) কারণে নভেম্বরের শেষ সপ্তাহ ও ডিসেম্বরের প্রথম কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এতে রাতের তাপমাত্রা (Weather Update) কিছুটা বাড়তে পারে, ফলে শীত আপাতত পিছিয়েই থাকবে। আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের চার-পাঁচ তারিখের আগে শীত জোরালভাবে নামার সম্ভাবনা কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের পাহাড় ও তরাই-ডুয়ার্সের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও একই অবস্থা, দিন ও রাতের তাপমাত্রার তেমন ওঠানামা নেই।
পশ্চিমবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব এখনই রাজ্যে পড়বে না। আগামী শনিবার (২৯ নভেম্বর) পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ-সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙ-সহ পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে শনিবার, পুরো উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক।