You will be redirected to an external website

ঝাড়গ্রামের বলরামপুর শিব মন্দিরে শ্রাবণ সংক্রান্তিতে ভক্তদের ঢল

Devotees gather at Balrampur Shiv Temple in Jhargaon during Shrabana Sankranti.

শ্রাবণ সংক্রান্তিতে সমাগম

শ্রাবণ মাসের সংক্রান্তি উপলক্ষে রবিবার বিনপুর ১ নম্বর ব্লকের বলরামপুর শিব মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। সকাল থেকে শুরু হয় পুজো-অর্চনা। ভক্তরা শিবের মাথায় গঙ্গাজল, দুধ, বেলপাতা নিবেদন করে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজার হাজার ভক্ত এদিন মন্দিরে উপস্থিত হয়ে শিবের মাথায় জল ঢালেন। নারী-পুরুষ নির্বিশেষে ভক্তরা ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে পূজার জন্য অপেক্ষা করেন। মন্দির চত্বর জুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়। মন্ত্রোচ্চারণ, ঢাক-ঢোলের শব্দে মুখরিত হয় গোটা এলাকা।

মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনও কড়া নজরদারি চালায়। মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় সামলাতে স্বেচ্ছাসেবীরাও সক্রিয় ভূমিকা নেন।

এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আশেপাশের এলাকায়ও আনন্দের পরিবেশ তৈরি হয়। বলরামপুর শিব মন্দিরে শ্রাবণ সংক্রান্তি উপলক্ষে পুজোকে ঘিরে এমন উৎসবমুখর দৃশ্য প্রতিবছরই দেখা যায়, তবে এ বছর ভক্তদের ভিড় ছিল নজরকাড়া।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Mysterious death of diagnostic center employee, hanging body recovered from office Read Next

ডায়গনস্টিক সেন্টারের কর...