কেরিয়ারের শুরুতে মিঠুনের কঠিন লড়াই
মিঠুন চক্রবর্তী, কেরিয়ারের শুরু থেকে তাঁর লড়াইটা ছিল চোখে পড়ার মতো। অভিনেতা হতেই তিনি এসেছিলেন। রাজত্বও করেছেন দীর্ঘ দিন বলিউডের অন্দরমহলে। কিন্তু একটা সময় বিষয়টা মোটেও এতটা সহজ ছিল না। সেই কারণেই মিঠুন চক্রবর্তী মাত্র ৭৫ টাকা মাসিক ভাড়ায় পেইংগেস্ট থাকতেন। মিঠুন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর সেই লড়াইয়ের কথা।
মিঠুন চক্রবর্তীর কথায় তাঁর থেকে তাঁর সহকারিরা বেশি ধনী, কারণ তিনি পেতেন মাত্র ৫০০০ টাকা ছবি পিছু। কিন্তু তাঁর সহকারীরা বেশি মাইনে পেয়ে থাকেন। ৭,৫০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা তাঁদের তখন মাইনে। কিন্তু তিনি নিজে এই পরিমাণ অর্থ উপার্যন করতেন না তখন। নিজেরটা কোনও মতে চালাতেন। তাই মজা করেই এই মন্তব্য করেছিলেন মিঠুন।
মিঠুন যখন অভিনেতা, তখন তাঁকে যাঁরা মেকআপ করাতেন, তাঁর চুল যাঁরা ঠিক করে দিতেন তাঁরা প্রত্যেকেই বেশি আয় করতেন। তবে মিঠুন চক্রবর্তীকে কেরিয়ারের শুরু দিকে আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাঁকে। যা স্থায়ী হতে অনেকটা সময় নেয়। তবে একচা সময়ের পর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে একের পর এক হিট। বছরে ২০টার বেশি ছবির প্রস্তাব তাঁর ঝুলিতে। অভিনয়ে, নাচে সকলের মন জয় করে হয়ে উঠেছিলেন ‘ডিস্কো ডান্সার’। আজও তিনি ক্যামেরার সামনে রাজা। যে কোনও চরিত্রে আজও দর্শকদের মুগ্ধ করে চলেছেন মিঠুন চক্রবর্তী।