You will be redirected to an external website

‘বাঙালি তো…অত হিন্দি বুঝি না’, নির্মলাকে খোঁচা সৌগতর! ‘অনুবাদ’ আক্রমণ অর্থমন্ত্রীর

Bengalis don't understand Hindi. Trinamool MP Saugata Roy, standing in the Lok Sabha, focused on the 'Bengali-Bengali' issue.

নির্মলাকে খোঁচা সৌগতর! ‘অনুবাদ’ আক্রমণ অর্থমন্ত্রীর

বাঙালি তাই হিন্দি বোঝেন না। লোকসভায় দাঁড়িয়ে ‘বাংলা-বাঙালি’ ইস্যুতেই শান দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। খোঁচা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সঙ্গে-সঙ্গে ক্ষেপে গেলেন নির্মলা। মনে করালেন ‘অনুবাদক ব্যবহারের কথা’। বৃহস্পতিবার লোকসভায় ‘স্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা কর’ বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিলের বিষয়ে সংসদে ভাষণ দিতে গিয়ে হিন্দিতেই কথা বলেন তিনি।

এরপরই বাঁধে তরজা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণ শেষ হতেই ‘কিছুই বুঝতে পারেননি’ বলে দাবি করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ইংরেজিতে তিনি বলেন, ‘নির্মলা সীতারামনও হিন্দিতে ভাষণ দিলেন। আমি তো বাঙালি, উনি ঠিক কী বলে গেলেন সবটা আমি বুঝতে পারিনি। আমরা তো ওত হিন্দির সড়গড় নই।’ তৎক্ষণাৎই তৃণমূল সাংসদকে সংসদ অ্য়াপে চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেন স্পিকার জগদম্বিকা পাল। তিনি বলেন, ‘সংসদ অ্য়াপে ওনার ভাষণ দেওয়া রয়েছে। আপনি সেখান থেকে চোখ বুলিয়ে নিতে পারেন।’

যার পাল্টা সৌগত বলেন, ‘আমি তো বাঙালি, তাই বাঙালিই থাকব।’ এরপরই চটে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একযোগে আক্রমণ করেন তিনি। নির্মলা বলেন, ‘আমি হিন্দিতে কথা বলতে পারি, তামিলে বলতে পারি, তেলেগু ভাষাতেও বলতে পারি। আবার চাইলে ইংরেজিতেও বলতে পারি। কিন্তু এই নিয়ে সাংসদের এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন কী রয়েছে? এখানে তো অনুবাদ প্রযুক্তির ব্যবস্থা রয়েছে। উনি তো চাইলেই সেই অনুবাদ ব্য়বহার করে শুনে নিতে পারতেন।’ অর্থমন্ত্রীর সংযোজন, ‘আসলে কিছুই নয়। উনি বিলটা পড়েই আসেননি। তাই আমাদের আলোচনার অভিমুখ ঘোরানোর চেষ্টা করছেন। আমি এই নিয়ে ঘোর আপত্তি জানাচ্ছি।’

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Today, Trinamool suspended Humayun Kabir. And today, Chief Minister Mamata Banerjee held a meeting there. And then, without leaving the stage, she attacked Humayun Kabir. Read Next

‘মুর্শিদাবাদে অশান্তি ত...