You will be redirected to an external website

‘মমতার ভয় না পেয়ে নিজের দায়িত্ব পালন করুন, মা কালী রক্ষা করবেন’, সরকারি আধিকারিকদের শুভেন্দু

'Do your duty without fear of Mamata, Mother Kali will protect you', Shuvendu urges government officials

মমতার ভয় না পেয়ে নিজের দায়িত্ব পালন করুন:শুভেন্দু

“মমতার কুমিরের কান্নায় প্রভাবিত হবেন না ডব্লিউবিসিএস আধিকারিকরা। নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর নথিভুক্ত না করার সিদ্ধান্ত শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের রক্ষার জন্য নয়, বরং আইপ্যাক এবং তাদের ঘনিষ্ঠদের আড়াল করতেই এই পদক্ষেপ।” বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই লিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দুর অভিযোগ, আইপ্যাকের (I PAC) হয়ে কাজ করা একাধিক ব্যক্তি ভোট ব্যবস্থার ভিতরে ‘ডেটা এন্ট্রি অপারেটর’-এর ছদ্মবেশে ঢুকে পড়েছে। তাদের বিরুদ্ধে ভুয়ো ভোটার (Voter List) নাম নথিভুক্ত করা, হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় জায়গা করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

টুইটে শুভেন্দু লেখেন, “বছরের পর বছর ধরে এই ‘সায়েন্টিফিক রিগিং’-এর প্রক্রিয়া চালু হয়েছে। আইপ্যাকের প্রতীক জৈন ও তাঁর সহযোগীরা, যাঁরা মমতা ও তাঁর ভাইপোর ‘অবৈধ অর্থে’ মোটা টাকা পাচ্ছেন, তাঁরাই এই পুরো ব্যবস্থাকে কব্জা করেছেন।”

সরকারি আধিকারিকদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার এটাই সঠিক সময়। সিনিয়রদের চাপে এতদিন অনেক কিছু সহ্য করেছেন। এখন সময় এসেছে আইনি অধিকার প্রয়োগ করার। মমতা তাঁর মন্ত্রিসভা, বিধায়ক, দলীয় কর্মীদের আত্মবলিদান দিয়েছেন, কিন্তু নিজে ও তাঁর ভাইপোকেই বাঁচাতে চাইছেন। অন্য কারও জন্য তাঁর উদ্বেগ নেই।”

শেষে শুভেন্দু সরকারি আধিকারিকদের উপদেশ দিয়ে লেখেন, “ভয় বা পক্ষপাত ভুলে নিজেদের দায়িত্ব পালন করুন। মা কালী আপনাদের মমতার চক্রব্যূহ থেকে রক্ষা করবেন।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Rescue operations continue in devastated Uttarkashi! 70 rescued, 50 still missing Read Next

বিপর্যস্ত উত্তরকাশীতে অ...