You will be redirected to an external website

গঙ্গাসাগর সেতু নির্মাণের টেন্ডার নিয়ে সংশয়! স্বপ্ন কি অধরাই থেকে যাবে সাগরদ্বীপের মানুষদের?

Doubts over Gangasagar Bridge tender! Will the dreams of the people of Sagardip remain elusive?

গঙ্গাসাগর সেতু

এগিয়েও ফের বাতিল হয়ে গেল গঙ্গাসাগর সেতু তৈরির কাজ। কারণ নেই পর্যাপ্ত অংশগ্রহণকারী ঠিকাদার সংস্থা। ফলে বাতিল করা হলো মুড়িগঙ্গা নদীর উপরে গঙ্গাসাগর সেতু তৈরির টেন্ডার। মঙ্গলবার, ২৯ জুলাই এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বুধবার, ৩০ জুলাই নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে। প্রথম টেন্ডার বাতিল হওয়ায় গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদৌ কোনও সংস্থা এই কাজ করতে এগিয়ে আসবে কি না, তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে।

তবে প্রথম টেন্ডার বাতিল নিয়ে দ্বীপের বড় অংশের বাসিন্দারা আশাহত হলেও দ্বিতীয় টেন্ডারের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর নতুন করে আশার আলো দেখছেন তাঁরা। বিরোধীদের বক্তব্য, ‘সাগরবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে। সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।’ তবে অভিযোগ উড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।

সাগরদ্বীপের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন মুড়িগঙ্গা নদীর উপরে তৈরি হবে সেতু। মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে যাবে সাগরদ্বীপ। জলপথের পরিবর্তে সড়কপথে যাতায়াত করতে পারবেন দ্বীপের বাসিন্দা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা। এই সেতু নির্মাণ নিয়ে কেন্দ্র-রাজ্য দীর্ঘ টানাপোড়েনের মধ্যেই রাজ্য সরকার একক ভাবেই মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কথা ঘোষণা করে। প্রস্তাবিত এই সেতুর প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। পাঁচ বছরের মধ্যে এই কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় সাড়ে তিন কিলোমিটার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে ২০২৪ সালে রাজ্য বাজেটে এই সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। নিয়ম মেনে গত বছরের ২৭ নভেম্বর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কচুবেড়িয়া এবং কাকদ্বীপের লট নম্বর আট দুই প্রান্তেই জমি চিহ্নিত করে অধিগ্রহণও করা হয়। কচুবেড়িয়া এবং কাকদ্বীপ দুই প্রান্তে অধিগৃহীত জমির মালিকদের হাতে তুলে দেওয়া হয় চেক। এর পর সেতু নির্মাণের টেন্ডার বাতিল হওয়ায় আশাহত হয়ে পড়েন দ্বীপের মানুষজন।

বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে সাগরের তৃণমূল বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, ‘মাত্র দু’টি সংস্থা এই টেন্ডারে অংশ নিয়েছিল। ন্যূনতম তিনটি সংস্থা কোন টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন হয় না। ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে। প্রকল্প বাতিল হয়নি। দ্বিতীয় টেন্ডারের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। এ বার দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।’

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

BJP councilors in Siliguri are vocal in their opposition to the allegations of silencing the voice of the opposition in the municipal board meeting Read Next

পুরসভার বোর্ড মিটিংয়ে ...