You will be redirected to an external website

টানা বৃষ্টির জের! ৩৪ বছরের রেকর্ড ভেঙে শীতলতম আগস্টের সাক্ষী রাজধানী

Due to continuous rains, the capital witnessed the coldest August, breaking a 34-year record.

৩৪ বছরের রেকর্ড ভেঙে শীতলতম আগস্টের সাক্ষী রাজধানী

টানা বৃষ্টিপাতের জেরে এক ধাক্কায় অনেকটা নামল দিল্লির তাপমাত্রা। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। জানা যাচ্ছে, গত ৩৪ বছরে আগস্ট মাসে দিল্লির তাপমাত্রা ২৬-এর ঘরে নামেনি। ১৯৭৬ সালের আগস্ট মাসে শেষবার রাজধানীর তাপমাত্রা নেমেছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে রাজধানীতে। যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে বহু রাস্তাঘাট। ব্যাহত যান চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রবল বৃষ্টিপাতের দেরিতে চলছে বহু বিমান। তবে এখনও পর্যন্ত কোনও উড়ান বাতিলের খবর পাওয়া যায়নি। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে প্রগতি ময়দান এলাকায় (১০০ মিলিমিটার)। এরপর তালিকায় রয়েছে সফদরজং (৭৮.৭ মিলিমিটার),  লোধি রোড (৮০ মিলিমিটার) এবং পুসা (৬৯ মিলিমিটার)। আগামী কয়েকদিন দিল্লির একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

প্রসঙ্গত, অবিশ্রান্ত বৃষ্টিপাতের জেরে শনিবার ভয়ংকর দুর্ঘটনা ঘটে যায় দক্ষিণ-পূর্ব দিল্লির জৈতপুর এলাকার হরি নগরে। সেখানে দেওয়ালের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয় দুই শিশু-সহ ৮ জনের। বর্ষার মরসুমে ফের একই ধরনের ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় মন্দির লাগোয়া অঞ্চলের সবকটি ঝুপড়ি ইতিমধ্যেই খালি করে দিয়েছে পুলিশ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Allegations of altering injury report of Tillottama's mother Read Next

Nabanna Abhijan: তিলোত্তমার মায়ের ...