You will be redirected to an external website

শারদীয়া অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার, দুর্গাপুজোয় কমিটিগুলিকে ‘উপহার’ মমতার

Shardiya donation increased by 1 lakh 10 thousand, Mamata 'gifts' to committees during Durga Puja

দুর্গাপুজোয় কমিটিগুলিকে ‘উপহার’ মমতার

প্রতিশ্রুতি রাখলেন বাংলার ‘দিদি’। সরকারের তরফে এবার শারদোৎসবের অনুদানের পরিমাণ পেরিয়ে গেল  লাখ টাকা। বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবছর সমস্ত পুজো কমিটিকে সরকারের তরফে  এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আগের বছরের তুলনায় ২৫ হাজার টাকা বাড়ানো হল এই অঙ্ক। তাঁর এই ঘোষণায় স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা। সেইসঙ্গে বিদ্যুৎ খরচ ৮০ শতাংশ কমবে। ফায়ার লাইসেন্স ও যাবতীয় সরকারি ফি মকুব করা হয়েছে। সকলকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি আরও ঘোষণা করেন, অক্টোবরের ২,৩, ৪ তারিখ বিসর্জন আর ৫ অক্টোবর হবে বিসর্জনের কার্নিভাল। 

২০২৪ সালে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, এরপর সরকারি অনুদানের পরিমাণ লাখ টাকা করে দেবেন। সেইমতো উদ্যোক্তারাও আশায় ছিলেন। তবে মুখ্যমন্ত্রী আশাপূরণের অতিরিক্ত কিছু ঘোষণা করলেন। নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে মজা করেই বললেন, ”এবার ৯০ হাজার থাক। নাহলে ৯৫ হাজার।” এই প্রস্তাবে উদ্যোক্তারা নারাজ হওয়ায় হেসে মুখ্যমন্ত্রী বলেন, ”আচ্ছা, এক লক্ষ ১০ হাজার টাকা দেওয়া হবে। কলকাতা এবং জেলার সব পুজো এই অনুদান পাবে। সকলে খুব ভালো করে পুজো করুন। তবে দর্শনার্থীদের নিরাপত্তার দিকটিতে বিশেষ নজর রাখতে হবে।” 

পুজোয় সরকারি অনুদান নিয়ে আগে মামলা হয়েছে। সেকথা উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রীর কড়া আক্রমণ, ”আমি যে পুজোয় টাকা দিই, তা নিয়েও ওদের (বিরোধী) আপত্তি। এটা নিয়ে মামলা করেছিল। আরে পুজোয় আমরা সবাই আনন্দ করি। একটু টাকা দিলে যদি ওদের পুজোটা আরেকটু ভালো হয়, তাহলে ক্ষতিটা কী? একদিকে বলবে, আমি নাকি বাংলায় দুর্গাপুজো, কালীপুজো, সরস্বতী পুজো করতে দিই না। আবার আমি পুজোয় অনুদান দিলেও আপত্তি করবে।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Massive reshuffle in Birbhum district police, OCs of 4 police stations transferred after Chief Minister's displeasure Read Next

বীরভূম জেলা পুলিশে ব্যা...