You will be redirected to an external website

ভয়াবহ ভূমিকম্পে মৃত অন্তত ৩১, মাত্রা ছিল ৬.৯

A 6.9 magnitude earthquake shook the Philippines. Destruction was rampant in Cebu City, Philippines.

ভয়াবহ ভূমিকম্পে মৃত অন্তত ৩১, মাত্রা ছিল ৬.৯

৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রীতিমতো ধ্বংসলীলা চলল ফিলিপিন্সের সেবু শহরে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে সেখানে। ধ্বংস হয়ে গিয়েছে একটি পাথরের গির্জা আর তাতেই বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের বোগো সিটি থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে।

সেবু প্রদেশের দানবান্তায়ান শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে ইতিমধ্যেই। আদতে ফিলিপিন্সের মতো দেশে ভূমিকম্পের ঘটনা নতুন নয়, কারণ এটি বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলির মধ্যে অন্যতম। এটি প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার”, একটি ভূমিকম্প ফল্ট লাইনের মধ্যে অবস্থিত। প্রতি বছর টাইফুন এবং ঘূর্ণিঝড়ও হয়ে থাকে এখানে।

রাস্তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ভূমিকম্প কীভাবে ধ্বংসলীলা চালিয়েছে। কংক্রিটের রাস্তার মাঝে ফাটল দেখা যাচ্ছে। বড় বড় বাড়ির চেহারাও একই রকম। ভেঙে পড়েছে অনেক দেওয়াল। সুনামির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পালানোর সময় দেওয়াল চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পের পর আফটারশকেও ক্ষতি হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের ভূকম্পতাত্ত্বিক সংস্থা ফিলভোলস। ক্ষয়ক্ষতির বিষয়েও সতর্ক করা হয়েছে। আরও জানানো হয়েছে যে সমুদ্রপৃষ্ঠের দ্রুত পরিবর্তন হতে পারে ও সমুদ্রের ঢেউ চরম আকার নিতে পারে। চলতি বছরের জানুয়ারিতে দেশে দুটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

He is a politician. The All India General Secretary of the state's ruling party. However, Abhishek Banerjee was seen in a completely different mood during Durga Puja Read Next

হাতে শালপাতা, সকলের সঙ্গ...