You will be redirected to an external website

ভূমিকম্পে কাঁপল গোটা উত্তরবঙ্গ, কম্পন অনুভূত কলকাতাতেও

The tremor was felt at 4.41 pm on Sunday. The magnitude was 5.9 on the Richter scale. The tremor was felt more in Assam

ভূমিকম্পে কাঁপল গোটা উত্তরবঙ্গ

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। কম্পন অনুভূত কলকাতাতেও। উৎসস্থল অসমের ঢেকিয়াজুলি।

রবিবার বিকেল ৪.৪১ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ৫.৯। কম্পন বেশি অনুভূত হয়েছে অসম, অরুণাচল ও উত্তরবঙ্গে। ক্ষয়ক্ষতির কোনও খবর এখনওপর্যন্ত পাওয়া যায়নি।

উত্তরবঙ্গের বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, ভাল মতো ঝাঁকুনি অনুভূত হয়েছে। সকলেই বাড়ির বাইরে চলে যান। আফটার শকের আতঙ্কও রয়েছে।

কোচবিহারের বাসিন্দা এক ব্যক্তি জানান, রবিবার দুপুরে খেয়ে ঘুমোচ্ছিলেন, কম্পনে ঘুম ভেঙে যায়। ততক্ষণে চারিদিকে হইচই।

অসম বা অরুণাচলের কী পরিস্থিতি, তা এখনও জানা যায়নি। উত্তরবঙ্গের কোথাও কোনও ফাটল দেখা গেছে কি না, তাও জানা যায়নি। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

SSC Class XI and XII exams were held on September 14, i.e. today. Read Next

যোগী-নীতীশ রাজ্য থেকে পর...