রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম? |
ভূমিকম্পে কাঁপল গোটা উত্তরবঙ্গ, কম্পন অনুভূত কলকাতাতেও
ভূমিকম্পে কাঁপল গোটা উত্তরবঙ্গ
ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। কম্পন অনুভূত কলকাতাতেও। উৎসস্থল অসমের ঢেকিয়াজুলি।
রবিবার বিকেল ৪.৪১ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ৫.৯। কম্পন বেশি অনুভূত হয়েছে অসম, অরুণাচল ও উত্তরবঙ্গে। ক্ষয়ক্ষতির কোনও খবর এখনওপর্যন্ত পাওয়া যায়নি।
উত্তরবঙ্গের বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, ভাল মতো ঝাঁকুনি অনুভূত হয়েছে। সকলেই বাড়ির বাইরে চলে যান। আফটার শকের আতঙ্কও রয়েছে।
কোচবিহারের বাসিন্দা এক ব্যক্তি জানান, রবিবার দুপুরে খেয়ে ঘুমোচ্ছিলেন, কম্পনে ঘুম ভেঙে যায়। ততক্ষণে চারিদিকে হইচই।
অসম বা অরুণাচলের কী পরিস্থিতি, তা এখনও জানা যায়নি। উত্তরবঙ্গের কোথাও কোনও ফাটল দেখা গেছে কি না, তাও জানা যায়নি।