You will be redirected to an external website

SIR: ইচ্ছাকৃত ভুল করবেন না, বিএলও-দের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

The most important phase of the state's voter list revision—SIR. The Election Commission has already extended the deadline for the first phase of this process so that there is no gap.

বিএলও-দের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

রাজ্যের ভোটার তালিকা সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—SIR। এই প্রক্রিয়ার প্রথম ধাপ যাতে একটুও ফাঁক না থাকে, সেই লক্ষ্যে সময়সীমা ইতিমধ্যে বাড়িয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ৪ ডিসেম্বরের বদলে এখন ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে কাজ। আর এই বাড়তি দিনগুলোকে কাজে লাগিয়েই আরও নিখুঁত এনুমারেশন ও ডিজিটাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে BLO-দের।

এ ব্যাপারে এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের তরফে পাঠানো চিঠিতে বিএলও-দের উদ্দেশে পরিষ্কারভাবে জানানো হয়েছে, 'SIR-এর দায়িত্ব পুরোপুরি BLO-দের। ইচ্ছাকৃত ভুল ধরা পড়লে কমিশন আইনানুগ ব্যবস্থা নিতে পিছপা হবে না (Don't make deliberate mistakes)।'

কমিশনের মতে, ভোটার তালিকা দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। তাই যাচাইয়ের ক্ষেত্রে এক ইঞ্চিও ঢিলেমি চলবে না।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, অতিরিক্ত এই সাত দিন BLO-দের জন্য একরকম ‘রিভিশন উইন্ডো’। তাঁদের বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যেই এনুমারেশন ও ডিজিটাইজেশনের কাজ জমা দিয়েছেন, তাঁরা নিজেদের করা কাজ আর একবার খতিয়ে দেখে নিতে পারবেন। কোথাও যদি মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের নাম থেকে যায়, তা অবিলম্বে সংশোধন করতে হবে। বিশেষত, সংবেদনশীল বুথ বা এলাকাগুলিতে ভুল যেন বিন্দুমাত্র না থাকে, সেদিকে আলাদা নজর দিতে বলা হয়েছে।

বিএলও-দের পাঠানো চিঠিতে এদিন SIR প্রক্রিয়ার মূল লক্ষ্য আরও একবার স্পষ্ট করে দিয়েছে কমিশন—

১. কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়ে।
২. কোনও অযোগ্য ভোটার যেন তালিকায় না ঢুকে যায়।

এ দু’টি লক্ষ্য অর্জন করতে না পারলে গণতান্ত্রিক ব্যূহে ফাঁক থেকে যেতে পারে, আর তার দায় বহন করতে হবে সংশ্লিষ্ট BLO-কে।

একইসঙ্গে কমিশনের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে তাঁদেরও, যাঁরা এখন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্পষ্ট বার্তা—প্রশংসা থাকবে, কিন্তু অবহেলা সহ্য করা হবে না।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Indian women's cricket team's World Cup-winning wicketkeeper-batsman Richa Ghosh officially joined the West Bengal Police as DSP on Wednesday. Read Next

বিশ্বকাপ জয়ের পর এবার পু...