‘মুর্শিদাবাদে অশান্তি তৈরির চেষ্টা’, হুমায়ুনের সাসপেন্ডের দিনই বললেন মমতা |
SIR: ইচ্ছাকৃত ভুল করবেন না, বিএলও-দের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
বিএলও-দের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
রাজ্যের ভোটার তালিকা সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—SIR। এই প্রক্রিয়ার প্রথম ধাপ যাতে একটুও ফাঁক না থাকে, সেই লক্ষ্যে সময়সীমা ইতিমধ্যে বাড়িয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ৪ ডিসেম্বরের বদলে এখন ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে কাজ। আর এই বাড়তি দিনগুলোকে কাজে লাগিয়েই আরও নিখুঁত এনুমারেশন ও ডিজিটাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে BLO-দের।
এ ব্যাপারে এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের তরফে পাঠানো চিঠিতে বিএলও-দের উদ্দেশে পরিষ্কারভাবে জানানো হয়েছে, 'SIR-এর দায়িত্ব পুরোপুরি BLO-দের। ইচ্ছাকৃত ভুল ধরা পড়লে কমিশন আইনানুগ ব্যবস্থা নিতে পিছপা হবে না (Don't make deliberate mistakes)।'
কমিশনের মতে, ভোটার তালিকা দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। তাই যাচাইয়ের ক্ষেত্রে এক ইঞ্চিও ঢিলেমি চলবে না।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, অতিরিক্ত এই সাত দিন BLO-দের জন্য একরকম ‘রিভিশন উইন্ডো’। তাঁদের বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যেই এনুমারেশন ও ডিজিটাইজেশনের কাজ জমা দিয়েছেন, তাঁরা নিজেদের করা কাজ আর একবার খতিয়ে দেখে নিতে পারবেন। কোথাও যদি মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের নাম থেকে যায়, তা অবিলম্বে সংশোধন করতে হবে। বিশেষত, সংবেদনশীল বুথ বা এলাকাগুলিতে ভুল যেন বিন্দুমাত্র না থাকে, সেদিকে আলাদা নজর দিতে বলা হয়েছে।
বিএলও-দের পাঠানো চিঠিতে এদিন SIR প্রক্রিয়ার মূল লক্ষ্য আরও একবার স্পষ্ট করে দিয়েছে কমিশন—
১. কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়ে।
২. কোনও অযোগ্য ভোটার যেন তালিকায় না ঢুকে যায়।
এ দু’টি লক্ষ্য অর্জন করতে না পারলে গণতান্ত্রিক ব্যূহে ফাঁক থেকে যেতে পারে, আর তার দায় বহন করতে হবে সংশ্লিষ্ট BLO-কে।
একইসঙ্গে কমিশনের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে তাঁদেরও, যাঁরা এখন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্পষ্ট বার্তা—প্রশংসা থাকবে, কিন্তু অবহেলা সহ্য করা হবে না।