You will be redirected to an external website

ঝাড়গ্রামে অব্যাহত হাতির তাণ্ডব! লন্ডভন্ড চাষ জমি, ক্ষতিপূরণের দাবি কৃষকদের

Elephant rampage continues in Jhargram! Cultivated land destroyed, farmers demand compensation

চায জমির উপর দিয়ে যাচ্ছে হাতির দল

সকাল হতেই লোকালয়ে হানা ২৫ দাঁতালের, ধানঘোরী-ছোলাখালিএলাকায় তাণ্ডব — আতঙ্কে গ্রামবাসী, ধানঘোরী নিমতল  এলাকায় লন্ডভন্ড চাষ জমি,ক্ষতিপূরণের দাবিতে সরব কৃষকরা

ভোরের আলো ফোটার আগেই হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে প্রায় ২৫ টির এক বিশাল দাঁতালের দল। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ধানঘোরী ও ছোলাখালি ,মহুলবনীগ্রামে। সদ্য রোয়া ধানের চাষের জমিতে শুরু হয় হাতিদের তাণ্ডব। বিঘের পর বিঘে ফসল মাটি চাপা পড়ে যায় হাতির পায়ের নিচে। সার মিশ্রিত চাষের জমি লণ্ডভণ্ড হয়ে পড়ে মুহূর্তের মধ্যে।

চাষের জমি রক্ষার মরিয়া চেষ্টা করে গ্রামবাসীরা, কিন্তু সংখ্যায় প্রায় দেড়-দু’ডজন হাতির সামনে তাদের চেষ্টা ব্যর্থ হয়। ধানঘোরী থেকে ছোলাখালি পর্যন্ত গ্রাম ও চাষের জমিতে দীর্ঘক্ষণ দাপিয়ে বেড়ায় দাঁতালদের এই দল। পরে আশেপাশের জঙ্গলে ফিরে যায় তারা।

এলাকার কৃষকদের অভিযোগ— এত বড় একটি হাতির দল লোকালয়ে ঢুকে পড়লেও বনদপ্তরের কোনও আধিকারিক বা কর্মীর দেখা মেলেনি। তাত্ক্ষণিক ব্যবস্থা ও প্রতিরোধের অভাবে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে দাবি তাদের। ক্ষতিগ্রস্ত কৃষকরা অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন।
 

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Punishment for disobeying orders! Election Commission summons Chief Secretary to Delhi Read Next

নির্দেশ না মানার শাস্তি! ...