You will be redirected to an external website

বিদায় নিচ্ছে নভেম্বর তাও জাঁকিয়ে শীত নেই বাংলায়! সব দোষ কি 'দিতওয়াহ'-র

The month of November is over in just one day. However, although the feeling of winter is currently felt in Bengal

বিদায় নিচ্ছে নভেম্বর তাও জাঁকিয়ে শীত নেই বাংলায়!

আর একদিনেই নভেম্বর মাস (Month of November) শেষ। তবে বর্তমানে বাংলায় শীতের (Winter) অনুভূতি মিললেও এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। এরই মধ্যে আবার নতুন করে ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় (West Bengal) তাপমাত্রার হেরফের হচ্ছে। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস, আগামী এক সপ্তাহেও দাপুটে ঠান্ডা পড়বে না।

দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা উপকূলের উপর আরও শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড় 'দিতওয়াহ' (Cyclone Ditwah)। আবহাওয়া দফতর ইতিমধ্যেই কমলা সতর্কতা (Orange Alert) জারি করে জানিয়েছে, ঝড়টি উত্তর–উত্তর-পশ্চিমমুখে এগোতে এগোতে ৩০ নভেম্বর ভোরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ওই অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি, এবং আগামীকাল পর্যন্ত কিছু এলাকায় বর্ষণ পৌঁছতে পারে ২০ সেন্টিমিটার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে ৭০–৮০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে শুরু করবে ২৯ নভেম্বর রাত থেকেই। সমুদ্রে তৈরি হবে উঁচু ঢেউ, জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে চেঙ্গালপাট্টু ও তিরুভাল্লুরের মতো জেলা। সতর্কতার অংশ হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলায় নেই কোনও সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর নিশ্চিত করেছে, দিতওয়াহ-র (Cyclone Ditwah) কোনও প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না। আগামী এক সপ্তাহ রাজ্যে আকাশ প্রধানত শুষ্কই থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি নেই, তাপমাত্রাতেও চার দিনের মধ্যে বড় কোনও ওঠা–নামা নেই।

কলকাতা ও আশপাশে রাতের তাপমাত্রা থাকবে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নামতে নামতে পৌঁছতে পারে ১২ ডিগ্রিতে।

নভেম্বরের শুরুতে যে হালকা শীত অনুভূত হয়েছিল, মাসের শেষে তা কার্যত হারিয়ে গেছে। দক্ষিণে ঘূর্ণিঝড় তৈরি হলেও বাংলায় শীতের পথে বাধা পড়েনি, জানিয়েছে হাওয়া অফিস। যদিও তিন-চারদিন পর থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে শুরু করলেও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়তে এখনও সময় রয়েছে।

কলকাতায় (Kolkata Weather) অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেই আভাস মিলেছে। সকালগুলিতে সামান্য কুয়াশা দেখা গেলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। এই কদিন শহরের আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। তবে আগামী কয়েকদিন মহানগরের আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The drone attack on a Russian oil tanker in the Black Sea has reignited the Russian-Ukraine conflict. Read Next

কৃষ্ণসাগরে রুশ ট্যাঙ্কা...