You will be redirected to an external website

দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলেন বাবা, পিষে দিল বাস, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩

Father carrying two daughters crushed by bus, 3 dead in tragic accident

দুর্ঘটনাগ্রস্থ বাস

মেয়েকে স্কুটিতে চাপিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন বাবা। সঙ্গে ছিল আত্মীয় মেয়েও। রাস্তায় যাত্রিবাহী বাস পিষে দেয় তাঁদের। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রাম বড় স্বরাজপুর এলাকায়। মৃত্যু হয়েছে স্কুটিচালক ফরজ মল্লিক এবং তাঁর বড় মেয়ে নুরজাহান খাতুন এবং আত্মীয়র মেয়ে ফারহানা খাতুনের (১৬)। ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের কথায়, বৃহস্পতিবার সকালে স্কুটিতে দুই মেয়েকে চাপিয়ে কালনা হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন ফরজ। সেই সময়ে ধাত্রীগ্রামের বড় স্বরাজপুরের কাছে কৃষ্ণনগরগামী একটি বাস ধাক্কা দেয় তাঁর স্কুটিতে। তিনজনেই স্কুটি থেকে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। এর পরে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই তিন জনকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। সেখানেই চিকিৎসক ফরজ এবং নুরজাহানকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফারহানারও।

ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে পুলিশ। বাসটি রেষারেষিতে জড়িয়ে পড়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তি, তাঁর মেয়ে এবং আত্মীয় মেয়ে, কারও মাথাতেই হেলমেট ছিল না। এক পুলিশ কর্মীর কথায়, পথ নিরাপত্তা নিয়ে একাধিক সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে। ডিজিটাল মাধ্যমেও চলছে দেদার প্রচার। সাধারণ মানুষকেও সচেতন হয়ে নাগরিক কর্তব্য পালন করতে হবে।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A few days break. Then the rains started again in Bengal. Continuous rains are falling all over Bengal Read Next

একটানা ৫ দিন বড় খেলা দেখ...