You will be redirected to an external website

'মমতার বিরুদ্ধে এফআইআর করা হোক', দিল্লি পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি শুভেন্দুর

'FIR should be filed against Mamata', Shuvendur urges Delhi Police to take action

দিল্লি পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি শুভেন্দুর

 নয়াদিল্লিতে (New Delhi) বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন পূর্ব দিল্লির ডিসিপি (East Delhi DCP) অভিষেক ধানিয়া। তিনি জানিয়েছেন, হেনস্থার যে ভিডিও ছড়িয়েছিল তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোঃদিত। এই মন্তব্যকেই হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর (FIR) করার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মঙ্গলবার সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, ''দিল্লিতে বাঙালি হেনস্থার যে অভিযোগ মমতা করেছেন তা যে ভুয়ো তা প্রমাণিত। মালদহের এক তৃণমূল নেতার ইন্ধনে ওই ভিডিও করা হয়েছিল। এতেই পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে ভুয়ো, মিথ্যে খবর রটাচ্ছেন। এর জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত।''

শুভেন্দু বলেন, দিল্লিতে থাকা বাঙালিদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব ভুয়ো পোস্টের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর করা। পাশাপাশি দিল্লি পুলিশ যেন সেই এফআইআরের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। রাজ্যের বিরোধী দলনেতা এও জানান, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে তিনি ফোনে বলেছেন, মঙ্গলবার সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এফআইআর দায়ের করতে। 

শুভেন্দুর সাফ কথা, ''গুজব (False News) এবং মিথ্যে খবর রটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে তিনি আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেতে পারেন!'' শুধু বাঙালি হেনস্থা নিয়েই নয়, সব ক্ষেত্রেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন তার 'উদাহরণ' দেন বিরোধী দলনেতা। মন্তব্য, যিনি বাঙালি হেনস্থা নিয়ে কথা বলছেন তাঁর জন্যই ২৬ হাজার বাঙালির চাকরি গেছে। রাজ্যের বিরোধী শিবিরকে কর্মসূচি করতে হলে বারবার আদালতের দ্বারস্থ হতে হয়।

রাজ্যের বিরোধী দলনেতার আরও বড় অভিযোগ, শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা তা গুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আর এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Chief Minister angry over DVC water shortage, warns, 'Enough is enough' Read Next

ডিভিসির জলছাড়া নিয়ে ক্...