You will be redirected to an external website

জাতীয় পতাকার অবমাননায় ঝাড়গ্রামে গ্রেফতার চার শ্রমিক

Four workers arrested in Jhargram for insulting the national flag

অভিযুক্ত চার শ্রমিক

জাতীয় পতাকার অবমাননায় গ্রেফতার চার শ্রমিক। শনিবার আদালতে পেশ। স্বাধীনতা দিবসের দিন দেশের মানচিত্র ও জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থেকে গ্রেফতার হয় চার যুবক। জানা গেছে, ধৃতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, রাজমিস্ত্রির কাজে নয়াগ্রামে এসেছিল।

অভিযোগ অনুযায়ী, নয়াগ্রামের চাঁদাবিলা গ্রামে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এলাকাবাসী জাতীয় পতাকা কেন্দ্র করে ভারতের মানচিত্র অঙ্কন করে স্থানটি সুন্দরভাবে সাজিয়েছিলেন। অনুষ্ঠানের দিন পতাকা তোলার আগে স্থানীয়রা লক্ষ্য করেন, কে বা কারা ঐ মানচিত্রের মধ্যে গ্লাসে প্রস্রাব করে রেখে গেছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারজন যুবক মানচিত্রের মধ্যে এই দুষ্কর্ম করছে। এরপর নয়াগ্রাম থানার পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে এবং রাতেই ওই ফুটেজ খতিয়ে দেখে চারজনকে গ্রেফতার করে। জানা গেছে, তারা একটি ভাড়া করা ঘরে আরও ছয়জন শ্রমিকের সঙ্গে থাকছিল। বাকিদের উপর নজরদারি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, কোন উদ্দেশ্যে তারা জাতীয় পতাকার অবমাননা করল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননা সহ ভারতীয় দণ্ডবিধির ৩২৯(৩), ৩২৪(৪), ২৯২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

He was sent to Bangladesh on suspicion, but returned home on the initiative of the state government. Read Next

সন্দেহের বসে পাঠানো হয়ে...