You will be redirected to an external website

'অভয়া বিচার পাক, বাংলা মুক্তি পাক মমতার হাত থেকে', পুজো উদ্বোধনে শুভেন্দুর হুঙ্কার

Politics is back in the spotlight even during Durga Puja. On Friday evening, while inaugurating the public Durga Puja at New Market

পুজো উদ্বোধনে শুভেন্দুর হুঙ্কার

দুর্গাপুজোর মধ্যেও ফের রাজনীতির আঁচ (Inauguration of the Durga puja)। শুক্রবার সন্ধ্যায় নিউ মার্কেট সার্বজনীন দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) নিশানা করলেন। মঞ্চে দাঁড়িয়ে তাঁর স্পষ্ট মন্তব্য, “অভয়া বিচার পাক, দুর্গতিনাশিনী মায়ের কাছে প্রার্থনা—বাংলা মুক্তি পাক মমতার হাত থেকে।”

আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। সেই ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে শুভেন্দুর দাবি, এটাই তৃণমূলের শেষ বছর। তাঁর কথায়, “এপ্রিল মাসের পর কোথায় পালাবে, আগেই বাড়ি ঠিক করে রাখুন। বাংলা থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত।” বক্তব্যে আক্রমণাত্মক ভঙ্গি ছিল স্পষ্ট।

উদ্বোধনী মঞ্চে শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তাপস রায় এবং উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। নিউ মার্কেটের এই পুজো মূলত ‘কালি খটিকের পুজো’ নামে খ্যাত। এবার সেই মঞ্চ থেকেই বিজেপি নেতার কটাক্ষে সরগরম হল রাজনীতি।

শুভেন্দুর এদিনের বক্তব্যে উঠে এল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গও। পার্থর নাম শুনেই শুভেন্দু প্রশ্ন তোলেন, “পবিত্র জায়গাটাকে কেন অপবিত্র করলেন?” তাঁর সংযোজন, “পার্থকে যেখানেই দেখবেন, বলবেন—অর্পিতার বর যাচ্ছে, আর খালি চোর বলবেন! ৮ থেকে ৮০ সবাই জানে, ওর গায়ে একটা স্ট্যাম্প লেগে গেছে—‘চোর’। ”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিউ মার্কেটের মতো জনপ্রিয় পুজোর উদ্বোধনী মঞ্চকে কার্যত আগামী ভোটের প্রচারের সূচনা হিসেবে ব্যবহার করলেন শুভেন্দু। ভিড় জমেছিল স্থানীয় মানুষজন ও দর্শনার্থীদের। বক্তৃতায় শুভেন্দু মিশিয়ে দিলেন উৎসবের আবহ আর রাজনৈতিক বার্তা।

এবার দুর্গাপুজোয় বিজেপি যে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে নামবে, তার ইঙ্গিত মিলল এই অনুষ্ঠান থেকেই। শুভেন্দুর হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আর বেশি দিন বাংলার মানুষ মেনে নেবে না। দুর্গা যেমন অসুর বিনাশ করেছিলেন, তেমনই আগামী ভোটে বাংলার মানুষ দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় ঘটাবেন। এখন দেখার পাল্টা জবাবে শাসকদল কী বলে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Friday is the birthday of Ishwarchandra Vidyasagar. On that occasion, Trinamool MP Abhisekh Banerjee went to Vidyasagar College. Read Next

'আপনার নেতৃত্বে বিদ্যাস...