You will be redirected to an external website

ঘুমের মধ্যে ৮ ছাত্রের চোখে আঠা ঢেলে দিল বন্ধুরা, প্র্যাঙ্ক করতে গিয়ে মর্মান্তিক কাণ্ড ওড়িশায়!

A horrific incident took place in a hostel in Odisha (Odisha Students Eyes Were Sealed With Glue) while they were sleeping.

প্র্যাঙ্ক করতে গিয়ে মর্মান্তিক কাণ্ড ওড়িশায়!

প্র্যাঙ্ক করতে গিয়ে ভয়ংকর ঘটনা ঘটে গেল ওড়িশার এক হোস্টেলে (Odisha Students Eyes Were Sealed With Glue)। ঘুমন্ত অবস্থায় ৮ ছাত্রের চোখে আঠা ঢেলে দিল তাদের সহপাঠীরা। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জেলা প্রশাসন উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

ঘটনাটি ঘটেছে কন্ধমালের সালাগুড়ার সেবাশ্রম স্কুলে। জানা গিয়েছে, ওই স্কুলের হস্টেলে ক্লাস ৩, ৪ এবং ৫-এর আটজন ছাত্র রাতে ঘুমোচ্ছিল। সেই সময় কিছু সহপাঠী তাদের চোখে ইনস্ট্যান্ট গ্লু ঢেলে দেয়। হঠাৎ তীব্র জ্বালা এবং যন্ত্রণা অনুভব করে ঘুম ভেঙে যায় শিশুদের। তারা বুঝতে, চোখের পাতা একেবারে সিল হয়ে গিয়েছে। ব্যথায় চিৎকার শুরু করে তারা। শব্দ শুনে হোস্টেলের কর্তৃপক্ষ ছুটে আসে। সঙ্গে সঙ্গেই শিশুদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।

একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ছোট ছোট ছেলেরা চোখ বন্ধ অবস্থায় বসে আছে, অনেকেই কান্নায় ভেঙে পড়েছে। চিকিৎসকেরা সতর্কতার সঙ্গে তাদের চোখের পাতা আলাদা করার চেষ্টা করছেন।

 

চিকিৎসকেরা জানিয়েছেন, আঠার কারণে শিশুদের চোখে গুরুতর ক্ষতি হয়েছে। তবে সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় স্থায়ী দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা নেই। ইতিমধ্যেই একজন ছাত্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাতজন এখনও পর্যবেক্ষণে রয়েছে।

এই ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন সাহুকে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এছাড়া, জেলার শিশু সুরক্ষা আধিকারিক হাসপাতালে গিয়ে আহত ছাত্রদের খোঁজখবর নিয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় স্কুল এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, হোস্টেলের নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা আরও কড়া করা উচিত।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Rains will continue across the state before the Puja, but not all places will get wet at the same time. Read Next

পুজোর মুখে নিম্নচাপের ভ...