You will be redirected to an external website

যুবদের কর্মদক্ষতা বাড়ানো থেকে সন্ত্রাস মোকাবিলা, জি-২০-র শীর্ষ বৈঠকে যা যা বললেন মোদী

The G20 summit is being held on African soil for the first time. At that historic moment

জি-২০-র শীর্ষ বৈঠকে যা যা বললেন মোদী

আফ্রিকার মাটিতে প্রথম বার বসেছে জি-২০-র শীর্ষ (G20) বৈঠক। সেই ঐতিহাসিক মুহূর্তে জোহানেসবার্গের উদ্বোধনী অধিবেশনে বিশ্ব উন্নয়নের পক্ষে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বহু বছর ধরে সম্পদ বঞ্চনা ও পরিবেশগত অসমতার বোঝা বহন করা দেশগুলির কথা তুলে ধরে তিনি বলেন, এখনই সময় নতুনভাবে উন্নয়ন-চিন্তা করার।

মোদীর কথায়, “অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক বৃদ্ধি— এটাই নিশ্চিত করে যেন কেউ পিছিয়ে না পড়ে”। ভারতের ‘অখণ্ড মানবতা’র নীতিকে তিনি তুলে ধরেন সুষম বৃদ্ধির আদর্শ হিসেবে।

প্রধানমন্ত্রী তিনটি দিশা দেখান—

  • বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী জ্ঞানভাণ্ডার নির্মাণ
  • আফ্রিকার যুবদের কর্মদক্ষতা বাড়ানোর উদ্যোগ
  • এবং মাদক ও সন্ত্রাসের জাঁতাকল ভাঙার জন্য যৌথ পদক্ষেপ

তাঁর মতে, আফ্রিকা ও ভারতের মধ্যে জ্ঞান, দক্ষতা এবং নিরাপত্তা, এই তিন ক্ষেত্রেই সহযোগিতার নতুন কাঠামো গড়ে তোলার প্রয়োজন।

শুক্রবার সন্ধ্যায় জোহানেসবার্গে পৌঁছেই মোদী দ্বিপাক্ষিক বৈঠকে বসেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে। দুই দেশই ভবিষ্যতে আরও গভীর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়।

বস্তুত, এই জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাক্ষাৎ হয়। শেষ বার জুন মাসে কানাডার কানানাস্কিসে জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দেখা করেছিলেন তাঁরা।

শনিবার জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনা প্রধানমন্ত্রী লি কিয়াং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান-সহ বিভিন্ন দেশেরে রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন।

বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অ্যালবানিজ সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণ এবং সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ভারতীয়দের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, আফ্রিকায় এই প্রথম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং ২০২৩ সালে ভারতের সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়ন জি-২০ এর সদস্য হয়। এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, বৈঠকের মূল লক্ষ্য হবে "সহযোগিতা জোরদার করা, উন্নয়নের অগ্রাধিকারগুলো এগিয়ে নেওয়া এবং সকলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা।"

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A short while ago, an earthquake struck the capital of Bangladesh, Dhaka. Read Next

ঢাকায় একটু আগে আবার ভূম...