তবু মাস্টার প্ল্যান নিয়ে আশার আলো দেখাচ্ছেন দেব
অনবরত বৃষ্টিতে ফের প্লাবিত (Flood) পশ্চিম মেদিনীপুরের ঘাটাল (Ghatal, Flood)। প্রতিবারের মতো এবারও চরম দুর্ভোগে সাধারণ মানুষ। জলমগ্ন ঘর-বাড়ি, ডুবে যাওয়া রাস্তা আর মাঠঘাট যেন ঘাটালের নিত্যদিনের ছবি বর্ষার মরসুমে। এমন প্রেক্ষাপটে বুধবার বানভাসি ঘাটালে পৌঁছলেন এলাকার সাংসদ ও অভিনেতা দেব ((Dev)। ঘাটাল মাস্টার প্ল্যান Ghatal Master Plan) নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করলেন তিনি জেলা প্রশাসনের সঙ্গে।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্যসচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বৈঠক শেষে দেব জানান, “ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন হয়ে গেছে। প্রথম দফার অনেক কাজ শেষের মুখে। স্যুইজ গেট সংস্কার থেকে জমি অধিগ্রহণ, সব কিছুই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে করা হচ্ছে।”
তিনি আরও জানান, “নতুন ডিজাইনে ৪০ শতাংশ কম জমি লাগছে। যতটা কম জমি নিয়ে কাজটা করা যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেছেন, তিন বছরের মধ্যে পুরো কাজ শেষ হবে। কাজটা শুরু হলেই সময়মতো শেষ হবে।”
তবে দেবের সফরের ঠিক আগেই শুরু হয় রাজনৈতিক তরজা। ঘাটালের রাস্তাঘাটে দেখা যায় বিজেপির পোস্টার, সাংসদ দেব এবং রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে “ঠগবাজ” বলে কটাক্ষ করা হয়। বিজেপির অভিযোগ, একাধিকবার বন্যা হলেও সাংসদ মানুষের পাশে ছিলেন না।
ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যানের নামে সাধারণ মানুষকে উচ্ছেদের ছক কষা হচ্ছে। এবছর ঘাটালে তিন থেকে চারবার বন্যা হয়েছে, কিন্তু সাংসদ একবারও খোঁজ নিতে আসেননি। শুধু বৈঠক করে দায় সারা হচ্ছে।”
প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেও ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবকে পাশে বসিয়ে তিনি জানিয়েছিলেন, “দেব যখন আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না। ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে।”
ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের আশ্বাস একাধিকবার মিললেও কাজের অগ্রগতি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে। তার মধ্যেই ফের বানভাসি ঘাটাল, আশ্রয়হীন অসংখ্য পরিবার।