চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম
একেই গত কয়েক বছরে হু হু করে বেড়েছে সোনার দাম। যদিও গত ৪ মাসে কিছুটা স্থিতিশীল জায়গায় ছিল এই দাম। কিন্তু আজ ৯ সেপ্টেম্বর হঠাৎই লাফিয়ে বাড়ল সোনার দাম। আসলে আমেরিকার চাকরির বাজারের অবস্থা খুব একটা ভাল নয়। বেড়েছে বেকারত্ব। আর সেই খবর সামনে আসতেই কমেছে সোনার দাম। আপাতত ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পেরিয়ে গিয়েছে ১ লক্ষ ৯ হাজার টাকায়। কিন্তু হঠাৎ কেন এই বৃদ্ধি? বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে রয়েছে একাধিক আন্তর্জাতিক কারণ।
কেন এই রেকর্ড দাম?
এই রেকর্ড দাম বাড়ার প্রধান কারণ আমেরিকার ফেডারেল রিজার্ভ। আগস্ট মাসে আমেরিকার চাকরির বাজারের রিপোর্ট হতাশাজনক। এর ফলে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বেড়ে গিয়েছে। আর আমরা তো জানি, সুদের হার কমলে দুর্বল হয় ডলার ও সুদ কমে যায় বন্ডের। আর এই অবস্থায় লগ্নিকারীরা সুরক্ষিত বিনিয়োগ হিসাবে সোনার দিকে ঝোঁকেন।
ডলারের দুর্বলতা
টানা কয়েক সপ্তাহ কমেছে ডলারের দাম। একাধিক দেশের মুদ্রার তুলনায় কমেছে ডলারের দাম। আর ডলার ইনডেক্স নিম্নমুখী হওয়ায় সস্তা হয়েছে সোনা। ফলে, অনেক দেশই সোনা কিনছে।
ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও শুল্ক যুদ্ধ
এবার এর সঙ্গে যুক্ত হয়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা। এই পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ বিনিয়োগকারীদের কাছে বেশ নিরাপদ। এ ছাড়াও মার্কিন প্রশাসনের শুল্কনীতির কারণে বাড়ছে সোনার দাম। সেই কারণেই, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ও বড় বিনিয়োগকারী সংস্থাগুলি ক্রমাগত সোনা কিনছে। এর ফলেই বাড়ছে সোনার দাম।
আগামীতে কী হতে পারে?
এই বছর ইতিমধ্যেই সোনার দাম বেড়েছে ৪২ শতাংশের কাছাকাছি। আর বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা বা অর্থনৈতিক মন্দার অবস্থা না কাটলে সোনার দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম। এই বছরের শেষ দিকে সোনার দাম বেড়ে ১ লক্ষ ১৪ হাজার পেরিয়ে যেতে পারে বলছেন বিশেষজ্ঞরা। তবে, আমেরিকায় মুদ্রাস্ফীতির হার বাড়লে বা ফেডারেল রিজার্ভ সুদের হার না কমালে সোনার দাম কমে ১ লক্ষ ৫ হাজারেও ঠেকে যেতে পারে। তবে সেই সম্ভাবনা যে কম, সেটাও মনে করাচ্ছেন বিশেষজ্ঞরা।
সামনেই উৎসবের মরসুম। ফলে সোনার কেনাকাটা বাড়বে বলেই আশা করছে বাজার। আর তেমন হলে চাহিদা বাড়বে সোনার। বাড়তে পারে দাম। আবার, আকাশছোঁয়া দামে সাধারণ ক্রেতারা বেশ চাপে পড়লেও, বিনিয়োগকারীদের জন্য সেটাই যেন ভাল খবর। তবে, এই মুহূর্তে বাজারের নজর আমেরিকার মুদ্রাস্ফীতির ডেটা ও ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের দিকে।
৯ সেপ্টেম্বর সোনার দাম
২৪ ক্যারেট
১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৯ হাজার টাকায়। ৮ সেপ্টেম্বরের তুলনায় ৪৪০ টাকা বেড়েছে সোনার দাম।
২২ ক্যারেট
দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। প্রতি ১০ গ্রামে ৪০০ টাকা দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৮৫০ টাকা।
১৮ ক্যারেট
পিছিয়ে নেই ১৮ ক্যারেট সোনাও। ৩৩০ টাকা বেড়েছে ১০ গ্রাম সোনার দাম। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৮১ হাজার ৭৬০ টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।