মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলি-গ্ল্যামারের ছটা! উৎসবের মেজাজে চাঁদের হাট, কারা এলেন? |
'বাংলায় বারবার এমন ঘটনা কেন ঘটছে? জবাব দিতেই হবে', দুর্গাপুর কাণ্ড নিয়ে রাজ্যপাল বোস
দুর্গাপুর কাণ্ড নিয়ে রাজ্যপাল বোস
দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে (Durgapur Incident) তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তো ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose), একই সঙ্গে বড় প্রশ্নও তুলে দিলেন - কেন বাংলায় (West Bengal) বারবার এমন ঘটনা ঘটছে?
আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর শোরগোল পড়েছিল গোটা রাজ্য, দেশে। পথে নেমে আন্দোলন করেছিলেন মানুষ। সিস্টেমে অনেক কিছু পরিবর্তন হলেও আখেরে যে কিছুই বদলায়নি তার বড় উদাহরণ এই দুর্গাপুরের ঘটনা। সেই প্রসঙ্গেই রাজ্যপাল বোসের বক্তব্য - বাংলায় মহিলারা সুরক্ষিত থাকছেন না। কেন বারবার এমন ঘটনা ঘটছে, তার জবাব চাই।
দুর্গাপুরে গেছিলেন রাজ্যপাল। সেখানের চিকিৎসক, নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন বলে তিনি জানিয়েছেন। রাজ্যপালের কথায়, ''রিয়্যালিটি চেক পেয়েছি। নির্যাতিতা, তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের কষ্টটা বোঝার চেষ্টা করেছি। কিন্তু এভাবে চলতে পারে না। সাম্প্রতিক অতীতে বারংবার একই ধরনের ঘটনা ঘটছে। এ জিনিস বন্ধ হওয়া দরকার। সবাইকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে।''
রাজ্যপাল বলছেন, বাংলা এমন জায়গা হওয়া উচিত যাতে মহিলারা সর্বক্ষণ, যে কোনও পরিস্থিতিতে সুরক্ষিত অনুভব করেন। সকলে যেন গর্ব করে বাংলার সুরক্ষা নিয়ে কথা বলতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, বর্তমানের পরিস্থিতি একদমই এমন নয়। তাঁর কড়া বার্তা, প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত নিতে হবে। যাতে এই ধরনের আর কোনও ঘটনা না ঘটে, তার ব্যবস্থা করতে হবে।
ইতিমধ্যে দুর্গাপুর কাণ্ড নিয়ে ১১ দফা সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) চিঠি পাঠিয়েছে তারা। বলা হয়েছে, নির্যাতিতার বিনামূল্যে এবং সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে। এই মামলাটি ফাস্ট-ট্র্যাক আদালতে (Fast Track Court) শুনানি করতে হবে। নির্যাতিতার বিশেষ পরীক্ষার বন্দোবস্ত করতে হবে। কারণ ট্রমার কারণে তিনি সকলের সঙ্গে পরীক্ষা (Exam) দেওয়ার অবস্থায় নাও থাকতে পারেন। পাশাপাশি জাতীয় মেডিক্যাল কমিশন যাতে দুর্গাপুরের ওই মেডিক্যাল কলেজে দ্রুত পরিদর্শনে যায়, সেই সুপারিশও করেছে তারা।