মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল ইডি । তবে তাতে রাজভবন অনুমোদন না দেওয়ায় আদালতে তা গৃহীত হয়নি। কিন্তু বুধবার সেই জট কাটল। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যপাল । আর এরপরই বড় নির্দেশ দিল ইডি-র বিশেষ আদালত।
চন্দ্রনাথ সিনহার নামে ১৫ দিনের মধ্যে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। সমন জারি করে কোর্টে পেশ করতে হবে তাঁকে। রাজ্যপালের তরফে অনুমতি মেলায় মন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর আর কোনও বাধা রইল না। ইডি-র বিশেষ আদালতের নির্দেশ, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে কারামন্ত্রীকে আত্মসমর্পণ করতে হবে।
এই মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত হিসেবে যুক্ত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু সহ একাধিকজনকে। তাঁদের এই চার্জশিটের কপি পাঠাতে হবে। তাঁরাও বিচারপ্রক্রিয়ার মধ্যে আছেন। সেই তালিকায় যুক্ত হলেন চন্দ্রনাথ সিনহা।
নিয়োগ মামলায় অনেক আগে থেকেই ইডির নজরে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। এই অভিযানের জেরে মন্ত্রীর বাড়ি থেকে ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে খবর, সেই টাকারও কোনও হিসেব দিতে পারেননি তিনি। এদিকে তাঁর অ্যাকাউন্টের দেড় কোটি টাকা সম্পর্কে কেন্দ্রীয় সংস্থার অনুমান, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই টাকা জমা পড়েছিল।
বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্তে উঠে আসে বীরভূমের বোলপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নাম। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল।