অষ্টমীর রাতে হাওড়ার রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে খুন!
অষ্টমীর রাতে দুর্গাপুজোর (Durga Puja Ashtami) আলোয় মুখরিত হাওড়ার (Howrah) বনবিহারী বসু লেন। হঠাৎই ছুটে এল বাইক। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল গুলির শব্দ। টার্গেট করা হল এক ব্যবসায়ীকে (Businessman)। চোখের পলকে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটতেই আতঙ্ক ছড়াল চারদিকে।
পুলিশ সূত্রে খবর, নিহতের নাম সুরেশ যাদব (৫০)। বাড়ি বিহারের গোপালগঞ্জে। দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতেই এসেছিলেন পশ্চিমবঙ্গে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ সন্ধ্যাবাজার এলাকায় হাঁটছিলেন তিনি। সেই সময় বাইকে চড়ে এসে তাঁকে লক্ষ্য করে এক দল দুষ্কৃতী পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি লেগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুরেশ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুজোর রাতে হঠাৎ খুনের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ী মূলত ঘুরতেই হাওড়ায় এসেছিলেন। তবে আততায়ীদের সঙ্গে কোনও বিহার-যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।