You will be redirected to an external website

সন্দেহের বসে পাঠানো হয়েছিল বাংলাদেশে, রাজ্য সরকারের উদ্যোগে ফিরলেন বাড়ি

He was sent to Bangladesh on suspicion, but returned home on the initiative of the state government.

আমির শেখ

অবশেষে বাড়ি ফিরলেন মালদার কালিয়াচকের বাসিন্দা আমির শেখ। অভিযোগ, তিনি রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন। সেখানে বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয় এবং ওপার বাংলায় পুশ ব্যাক করা হয়। এর পরেই সরব হয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা। আমিরকে ফেরানোর জন্য উদ্যোগ নেয় রাজ্য সরকারও। অবশেষে ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে গভীর রাতে বাড়ি ফেরেন তিনি। ছেলেকে ফিরে পেয়ে স্বস্তিতে তাঁর পরিবারের সদস্যরা। 

প্রায় তিন মাস আগে রাজস্থানে গিয়েছিলেন পেশায় নির্মাণকর্মী মালদার আমির। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে তাঁকে সেখানে আটক করা হয়। তার পরে বিএসএফ-এর মাধ্যমে তাঁকে ‘পুশ ব্যাক’ করা হয়। আমিরের পরিবারের আরও দাবি, আধার কার্ড থেকে শুরু করে একাধিক পরিচয়পত্র দেখিয়েছিলেন আমির। যদিও তার পরেও তাঁকে পুশ ব্যাক করা হয়েছিল। এ দিকে তাঁকে ফেরানোর জন্য কলকাতা হাই কোর্টে মামলা করতে সাহায্য করেন পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। পাশাপাশি বিএসএফের ডিজির সঙ্গে যোগাযোগ করেছিলেন  মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী। যোগাযোগ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও।  সেখানে আমিরের সমস্ত নথি জমা দেওয়া হয়। অবশেষে ১৫ অগস্ট বাড়ি ফিরেছেন আমির।

এই যুবক বলেন, ‘আমাকে রাজস্থানে দু'মাস জেলে রেখে বাংলাদেশে পাঠানো হয়েছিল। সীমান্তের গেট খুলে আমাকে বলেছিল, সোজা চলে যাও। আমাকে বলা হয়, ডান দিকে গেলে গুলি খাবে, বাঁ দিকে যাও। এর পরে বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম।’ আমিরের দিদিমা বলেন, ‘ওঁকে মারধর করা হয়েছে। তবে একটাই শান্তি, ছেলেটা ফিরে এসেছে।’

শনিবার তাঁর বাড়িতে গিয়েছিল তৃণমূলের স্থানীয় নেতারা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি আমিরের সঙ্গে দেখা করার পর বিঁধেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। যদিও পাল্টা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি দাবি করেছেন, ‘কেন্দ্র সহযোগিতা না করলে এই যুবককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা যেত না।’
 

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Water level rises in Fulahar River, minister and BDO deliver relief by boat to flood-hit areas Read Next

ফুলাহার নদীতে জলবৃদ্ধি, ...