You will be redirected to an external website

হাইকোর্টের বড় নির্দেশ, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন প্যানেল তৈরির নির্দেশ

High Court orders formation of new panel for Joint Entrance Board

কলকাতা হাইকোর্ট

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন করে প্যানেল তৈরি করতে হবে! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এদিন বিচারপতি কৌশিক চন্দ  জানান, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায় নিয়ে হবে নতুন প্যানেল।ওবিসি-র জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। আর ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে।

বৃহস্পতিবারই জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু সেটা হয়নি হাইকোর্টের নির্দেশেই। এদিন সকালে আদালত জানিয়েছিল, দুপুরেই রায় দেবেন বিচারপতি। নির্ধারিত সময়ই বিচারপতি চন্দের নির্দেশ এল।

স্পষ্ট জানান হয়েছে, এই নির্দেশ মেনে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে দিয়ে। আর আদালতের এই রায় রাজ্যের মুখ্যসচিবকে অবগত করতে হবে।

এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট যে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল তা স্পষ্ট। এদিনও বিচারপতি জানান, হাইকোর্টের ২০২৪ সালের ওবিসি রায় লঙ্ঘন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হল।

বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিচারপতির নির্দেশ অনুযায়ী বোর্ড কিছু তথ্য জমা দিয়েছিল হাইকোর্টে। তবে তা যথেষ্ট নয় বলেই মনে করেন বিচারপতি। ফলে আজ আবার শুনানি হয়।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'Do your duty without fear of Mamata, Mother Kali will protect you', Shuvendu urges government officials Read Next

‘মমতার ভয় না পেয়ে নিজের ...