কলকাতা হাইকোর্ট
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন করে প্যানেল তৈরি করতে হবে! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এদিন বিচারপতি কৌশিক চন্দ জানান, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায় নিয়ে হবে নতুন প্যানেল।ওবিসি-র জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। আর ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে।
বৃহস্পতিবারই জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু সেটা হয়নি হাইকোর্টের নির্দেশেই। এদিন সকালে আদালত জানিয়েছিল, দুপুরেই রায় দেবেন বিচারপতি। নির্ধারিত সময়ই বিচারপতি চন্দের নির্দেশ এল।
স্পষ্ট জানান হয়েছে, এই নির্দেশ মেনে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে দিয়ে। আর আদালতের এই রায় রাজ্যের মুখ্যসচিবকে অবগত করতে হবে।
এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট যে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল তা স্পষ্ট। এদিনও বিচারপতি জানান, হাইকোর্টের ২০২৪ সালের ওবিসি রায় লঙ্ঘন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হল।
বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিচারপতির নির্দেশ অনুযায়ী বোর্ড কিছু তথ্য জমা দিয়েছিল হাইকোর্টে। তবে তা যথেষ্ট নয় বলেই মনে করেন বিচারপতি। ফলে আজ আবার শুনানি হয়।