You will be redirected to an external website

কাঁকসার কারখানায় ভয়ংকর কাণ্ড! ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

Horrific incident at Kankasa factory! Worker dies after crane magnet tears

ক্রেনের ম্যাগনেট

কাঁকসার কারখানায় ভয়ংকর কাণ্ড। ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে ছিন্নভিন্ন শ্রমিকের মাথা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দুর্গাপুরের কাঁকসা এলাকায়। আশঙ্কাজনক আরও দুই শ্রমিক। গোটা ঘটনায় কারখানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মৃতের শ্রমিকের পরিবার। আর্থিক সাহায্যের দাবিতে সরব কারখানার অন্যান্য শ্রমিকরা।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সায়ন যাদব (২৫)। দুর্গাপুরের সগড়ভাঙা এলাকার বাসিন্দা তিনি। রবিবার রাতের শিফটে অন্য়ান্য শ্রমিকদের সঙ্গেই কাজ করছিলেন সায়ন। তখনই কারখানার ভিতর ক্রেন থেকে ম্যাগনেট পড়ে যায়। সেটি গিয়ে পড়ে সায়নের মাথায়। ছিন্নভিন্ন হয়ে যায় শ্রমিকের মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আরও দুই শ্রমিক গুরুতর জখম হন। রাতেই খবর পেয়ে পুলিশ সায়নের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক এক শ্রমিককে বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং অন্যজনকে শোভাপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার এক শ্রমিকের কথায়, “নিরাপত্তার অভাবে বারবার এই ঘটনা ঘটছে। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। নিরাপত্তার অভাবের জন্যই সায়নকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। আরও দুই শ্রমিকের অবস্থা সংকটজনক। কারখানায় চিকিৎসক নেই, অ্যাম্বুল্য়ান্স নাই। রাতে দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষেরও দেখা মেলেনি। ঠিকা শ্রমিকের পরিচয়পত্র নেই। কোনও নিরাপত্তা নেই। আমরা সেই জন্যই বিক্ষোভে নেমেছি। দ্রুত আর্থিক সাহায্য করতে হবে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।” ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য রাজেশ কোণার বলেন, “খবর পেয়ে আমরা কারখানায় এসেছি। জানতে পেরেছি এক শ্রমিকের মৃত্যু হয়েছে আরও দুজনের অবস্থা সংকটজনক। আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি রেখেছি। তৃণমূল শ্রমিক সংগঠন প্রতিমুহূর্তের শ্রমিকদের স্বার্থে কাজ করছে করে যাবে।”

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Three bodies recovered from railway tracks in Jhalda! Locals terrified by horrific incident Read Next

ঝালদায় রেল লাইনে উদ্ধার ...