মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলি-গ্ল্যামারের ছটা! উৎসবের মেজাজে চাঁদের হাট, কারা এলেন? |
বাংলায় কীভাবে ক্ষমতায় আসবে বিজেপি? অঙ্ক দিয়ে বোঝালেন শুভেন্দু
বাংলায় কীভাবে ক্ষমতায় আসবে বিজেপি
সোমবার কাঁথিতে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে তিনি শাসকদল তৃণমূলকেও তীব্র আক্রমণ করলেন। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে শাসকদলকে নিশানা করেন।বিজেপি কীভাবে ক্ষমতায় আসতে পারে, সেই হিসেবে তুলে ধরে বিজয়া সম্মলিনীর মঞ্চে শুভেন্দু বলেন, “রাজ্যে আমরা ৪৬ শতাংশ ভোট পেলেই ক্ষমতায় আসব। সংখ্যালঘুদের ৯৫ শতাংশ ভোট ওরা পায়। ওদের সঙ্গে ৪২ লক্ষ ভোটের ব্যবধান রয়েছে। দরকার ২২ লক্ষ ভোট।” এরপরই বিশেষ নিবিড় সংশোধনের(SIR) উল্লেখ করে তিনি বলেন, SIR-এ ১ কোটি ভোটার বাদ যাবে। SIR-র পর তৃণমূলের সঙ্গে ভোটের ব্যবধান যে থাকবে না, সেই ইঙ্গিতই দিলেন শুভেন্দু।
রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন(SIR) খুব দ্রুত শুরু হতে পারে বলে জল্পনা বেড়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের (BLO) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে BLO-দেরও বার্তা দিলেন শুভেন্দু। বলেন, “BLO-দের উপর নজর রাখতে হবে। বিএলও-রা কমিশনের কথা শুনে চলুন। ওদেরও না, আমাদেরও না।” দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে তিনি কর্মসূচির আয়োজন করবেন বলেও জানান। বুথে বুথে হিন্দুদের এক করার আহ্বান জানালেন। ‘মেরা বুথ সবচেয়ে মজবুত’-র ডাক দিলেন।
পূর্ব মেদিনীপুরের বিজেপির ফল যে ক্রমশ ভালও হচ্ছে, সেকথা তুলে ধরেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। বলেন, “পূর্ব মেদিনীপুরে আমরা ৪৬ শতাংশ। তৃণমূল ৪১ শতাংশ।” এদিন তিনি বলেন, “পাড়ায় পাড়ায় অসুর তৈরি হয়েছে। বোনেদের হাতে ত্রিশূল দরকার। মহিলাদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।”
বিজেপি ক্ষমতায় এলে কী কী ছাড় দেওয়া হবে, সেই ইঙ্গিতও দেন শুভেন্দু। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, কম দামে রান্নার গ্যাসের কথা উল্লেখ করেন। বাংলায় কী কী ছাড় দেওয়া হবে, তা বিজেপির সংকল্পপত্রের উল্লেখ থাকবে বলে তিনি জানালেন। পুরনো কর্মীদের সঙ্গে যোগাযোগ করতেও দলের নেতাদের বার্তা দিলেন শুভেন্দু। এদিন কাঁথির এই বিজয়া সম্মিলনীতে মঞ্চে ছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী।