প্রতিকী ছবি
ফের রাজ্যের অস্ত্র উদ্ধারের ঘটনা। বর্ধমানের অন্ডাল রেল স্টেশনে এদিন ভোরে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম আশরাফুল আনসারি ওরফে চানা (৪০), বাড়ি বিহারের বাঙ্কা জেলায়।
সূত্রের খবর, এসটিএফ ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে মোট দশটি একনলা পাইপগান। প্রাথমিক তদন্তে জানা গেছে, টাকার বিনিময়ে অস্ত্রগুলি সরবরাহ করতে অন্ডালে এসেছিল সে।
ঘটনার পর অন্ডাল জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আশরাফুল পেশাদার অস্ত্র পাচারকারী। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচার চক্রের নেপথ্যে আরও কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
সাম্প্রতিক সময় রাজ্যের একাধিক জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। চলতি মাসেই খড়দহের রিজেন্ট পার্কে একটি অ্যাপার্টমেন্ট থেকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। তারও আগে কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকেও পরপর অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে। এমনকী অস্ত্র তৈরি কারখানারও হদিশ মেলে।
বিগত কয়েক মাসে রাজ্যজুড়ে গুলি চলার ঘটনাও ক্রমশ বেড়েছে। তাই বারবার এই অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্ন - আদতে কোনও বড় চক্র কাজ করছে কিনা বন্দুক বা আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তৎপর পুলিশ-প্রশাসন।