ট্রাম্প প্রসঙ্গে মোদীকে ব্যঙ্গ রাহুলের
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইচ ওয়ান বি ভিসা নীতি বদল করায় রাজনৈতিক ঝড় উঠল এদেশে। শনিবার কংগ্রেস শিবির থেকে লাগাতার ঝাঁকে ঝাঁকে তোপ দাগা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে। মূল তোপটি দেগেছেন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিদেশে বাস করা দেশের মানুষের হয়ে শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর ক্ষমতা নেই বলে বোঝাতে চেয়েছেন রাহুল। একটি এক্সবার্তায় রায়বরেলির এমপি লিখেছেন, আবার বলছি, একজন দুর্বল প্রধানমন্ত্রী রয়েছেন ভারতে।
এদিন রাহুল গান্ধী তাঁর ২০১৭ সালের একটি পোস্টকে রিপোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছিলেন, ভারতে একজন দুর্বল প্রধানমন্ত্রী রয়েছেন। সেই পোস্টের উপরেই তিনি এবার লিখেছেন, আবার বলছি, একজন দুর্বল প্রধানমন্ত্রী রয়েছেন ভারতে। তার সঙ্গে ট্রাম্পের নয়া ভিসা নীতি নিয়ে একটি খবর যুক্ত করে দিয়েছেন রাহুল।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদীর। রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গে বলেন, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা ফোনের পরেই ভারতীয় রিটার্ন গিফ্টে ক্ষতবিক্ষত হচ্ছে। আপনার আবকি বার ট্রাম্প সরকার স্লোগানের বার্থ ডে রিটার্ন গিফ্ট এসে গিয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমদাবাদে এসেছিলেন ট্রাম্প। সেখানেই ট্রাম্পের সঙ্গে মোদীর নিবিড় সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন খোদ প্রধানমন্ত্রী।
ভারত-পাকিস্তান মিনি যুদ্ধ বন্ধের মধ্যস্থতার দাবি বারবার করেছেন ট্রাম্প। সেই কথা উল্লেখ করে খাড়্গের অভিযোগ, বিদেশনীতি নিয়েও মোদী শুধু প্রচার করে গিয়েছেন। বিদেশনীতির অর্থ জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা। ভারতকে সামনে তুলে ধরা। কংগ্রেস এমপি গৌরব গগৈ সমালোচনায় যোগ দিয়ে আরও একদফা লিখেছেন, আমেরিকা সরকারের নয়া ভিসা নীতি ভারতের উজ্জ্বল ও সেরা গুণী ভবিষ্যতের মুখে এক বিরাট ধাক্কা। আমেরিকায় এক মহিলা কূটনীতিককে অপমানের জবাবে মনমোহন সিংয়ের দৃঢ়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন গগৈ। কিন্তু, এখন প্রধানমন্ত্রী মোদীর কৌশলগত নীরবতা ও দূরদৃষ্টি দেশ ও দেশের মানুষের ঘাড়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে।