রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম? |
“আমি ভগবান শিবের ভক্ত, সমস্ত বিষ গিলে ফেলি”, বিরোধীদের কটূক্তির কড়া জবাব দিলেন মোদী
বিরোধীদের কটূক্তির কড়া জবাব দিলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার আসাম (Assam) সফরে যান। সেই সময় তিনি নিজেকে “ভগবান শিবের ভক্ত” হিসেবে বিবেচিত করেন। তিনি বলেন যে, “কেউ আমাকে যতই গালি দিক না কেন, আমি সমস্ত বিষ গিলে ফেলি।” মূলত, কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “আমার রিমোর্ট কন্ট্রোল কেবল দেশের ১৪০ কোটি মানুষের। তারাই আমার প্রভু।” প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের বিরুদ্ধে ভূপেন হাজারিকাকে অপমান করার অভিযোগ করেন। মোদী জানান, বিজেপির “ডাবল ইঞ্জিন” সরকার ভূপেন হাজারিকার মতো আসামের মহান পুত্রদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আসামে (Assam) কী জানালেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমার কাছে, জনসাধারণই আমার ঈশ্বর। আমার আত্মা যদি আমার ঈশ্বরের কাছে যাওয়ার পর তার কণ্ঠস্বর প্রকাশ করতে না পারে, তাহলে অন্য কোথায় তা প্রকাশ করবে? জনসাধারণই আমার প্রভু, তাঁরা আমার পূজনীয়, তাঁরাই আমার রিমোট কন্ট্রোল আর কোনও রিমোট কন্ট্রোল নেই। ১৪০ কোটি দেশবাসী আমার রিমোট কন্ট্রোল।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রার সময়ে বিহারের দ্বারভাঙ্গায় একটি মঞ্চ থেকে বিরোধী দলের কিছু কর্মী প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর মাকে কটূক্তি করেছিলেন। সেই ভিডিও সামনে এসেছিল। ওই ঘটনায়, বিহার বিজেপি একটি FIR দায়ের করে। যেখানে বলা হয়েছিল যে, ভোটার অধিকার যাত্রার একটি অনুষ্ঠানের সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঞ্চ থেকে কটূক্তি করা হয়েছিল। এমতাবস্থায়, দ্বারভাঙ্গা জেলা পুলিশ সিংহওয়াড়া থানা এলাকার ভবানীপুর পঞ্চায়েতের (ওয়ার্ড নং ১) ভাপুরা গ্রামের বাসিন্দা অনিশ কুরেশির ছেলে মোহাম্মদ রিজভি ওরফে রাজাকে গ্রেফতার করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশ এবং আসাম (Assam) দ্রুত বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি। আসাম একসময় উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করেছিল, এখন অনেক বদলে গেছে এবং ১৩ শতাংশ বৃদ্ধির হার নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। এই চিত্তাকর্ষক সাফল্য এখানকার মানুষের দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার প্রমাণ।” প্রধানমন্ত্রী আরও জানান, “এটি আসামের জনগণের কঠোর পরিশ্রম এবং বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের অবদানে অনুপ্রাণিত সহযোগিতামূলক প্রচেষ্টারও ফল। এই কারণেই হিমন্ত বিশ্ব শর্মাজি এবং তাঁর দল আসামের জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে।”