You will be redirected to an external website

'চাঁদা তুলে ২০ লক্ষ টাকা দেব, রাজ্য ছেড়ে পালান', নারী সুরক্ষা ইস্যুতে মমতাকে শুভেন্দু

'I will donate 20 lakh rupees, flee the state', Shuvendu tells Mamata on women's safety issue

নারী সুরক্ষা ইস্যুতে মমতাকে শুভেন্দু

নারী নিরাপত্তা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা - প্রত্যেকটি ক্ষেত্রেই তৃণমূল সরকার ব্যর্থ, এমনই অভিযোগ তুলে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার আরামবাগে (Arambagh) বিজেপির একটি জনসভা থেকে সোজাসুজি আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা। কটাক্ষ করে বললেন, ‘‘আপনার জায়গা আর এই রাজ্যে নেই।’’

কসবা ল কলেজের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল রাজনীতি। শুভেন্দু দাবি করেন, এই ঘটনাই প্রমাণ করে রাজ্যের আইনশৃঙ্খলার কতটা অবনতি হয়েছে। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মাত্র দু’কিলোমিটার দূরে একটি কলেজে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কলেজ-কলেজে অপকর্ম বাড়ছে। আর তৃণমূলের ছাত্রনেতারা আসলে অ-ছাত্র নেতা।’’

শুধু কসবা নয়, এর পাশাপাশি পার্কস্ট্রিট ও কামদুনির মতো ঘটনার কথাও টেনে আনেন শুভেন্দু। কটাক্ষ করে বলেন, ‘‘সেই সব ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার্স কিংবা মেয়েটি অন্তঃসত্ত্বা। এ বার আরজি করের ঘটনাতেও টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান।’’

সব মিলিয়ে তাঁর স্পষ্ট মন্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার আইনশৃঙ্খলা যে জায়গায় নেমেছে, তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়।’’ নবান্নে নয়, রাজ্য থেকেই মুখ্যমন্ত্রীকে সরানোর ডাক দেন তিনি।

তৃণমূলে যে 'ধর্ষক' নেতার সংখ্যা বেড়েছে সেই দাবিও করেছেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের ঘটনার কথা মনে করিয়ে তিনি বলেন, যে নেতা পুলিশকে ফোন করে তাঁর স্ত্রী, মাকে মৌখিক হেনস্থা করলেন, কুরুচিকর কথা বললেন তাঁকেই সম্প্রতি পদ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। শুভেন্দুর খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদতে মাটির কোনও সম্পর্ক নেই। তিনি নারী সুরক্ষা নিয়ে ভাবিত নন। শুধু মানুষকে মিথ্যে বলে চলেছেন।

এই প্রসঙ্গে ফের একবার অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইস্যু নিয়ে মুখ খোলেন শুভেন্দু। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাঙালিদের অত্যাচারের বিরোধিতা করে মিছিল করছেন। কিন্তু আদতে কোথাও বাঙালিরা অত্যাচারিতই নয়। সব জায়গায় ধরা হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের। কিন্তু মমতা ভোট ব্যাঙ্কের জন্য সেই কাজে বাধা দিচ্ছেন। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Ghatal is flooded, but Dev is showing a ray of hope with the master plan! Read Next

ঘাটাল প্লাবিত, তবু মাস্ট...