এবার সরাসরি মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
বৃহস্পতিবার রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতার। শুভেন্দুর সাফ কথা, মনোজ আগরওয়ালের বিরুদ্ধে যে ভাষা মমতা প্রয়োগ করেছেন তা গণতন্ত্রণের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সে কারণেই সরাসরি এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের।
বৃহস্পতিবার এসআইআর নিয়ে একরাশ উদ্বেগ প্রকাশ করে কমিশনের তুলোধনা করেন মমতা। তাঁর সাফ কথা, এসআইআরের নামে আদপে এনআরসি করার চক্রান্ত করছেন। তোপের পর তোপ দাগতে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। সেই সময়ই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “এখানে যিনি রাজ্য থেকে গিয়েছেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেগুলি সময় হলে বলব। আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। এদিকে তিনি নিজেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ।” যদিও শুভেন্দুর সাফ কথা মমতা যে ভাষা প্রয়োগ করেছেন তা নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। এরপরই তাঁর সংযোজন, “আমি এটাকে রাজনৈতিক ভাষাও বলব না। গুন্ডাদের ভাষা বলব।”
এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “মনোজ আগারওয়ালের বিরদ্ধে কী তথ্য আছে তা পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আমরা জানতে চাই কোন কোন আধিকারিককে কীভাবে তিনি ধমকেছেন। সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। এই আধিকারিককে দিয়ে দরকার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করুন। আমরা তাঁর নাম পদ জানতে চাই। তিনি বিএলও, না বিডিও না ম্যাজিস্ট্রেট, না এসডিও না এডিএম আমরা এটা জানতে চাই।” এদিন লাগাতার রাজ্যের আমলাদের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে সরবও হতে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আপনি যদি সোমবারের মধ্যে এই সমস্ত অভিযোগ তথ্য-প্রমাণ দিয়ে সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন। ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। সোমবারের মধ্যে মনোজ আগারওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারলে আপনার আইএএস, আইপিএস অফিসারদের, সিএমও-র স্টাফদের সিরিজ অফ দুর্নীতির কথা আমরা বলব।”