ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার বিতর্কে কেন বললেন অভিষেক?
চব্বিশের লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষের বেশি ভোটে জিতেছেন তিনি। সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। ভুয়ো ভোটার ইস্যুতেও কটাক্ষ করেছেন। এবার তারই জবাব দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, প্রয়োজনের আগামিকালই তিনি পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে।
বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) করার পর থেকে সরব হয়েছে বিরোধীরা। বিহারে SIR-র পর খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষের নাম বাদ গিয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপিকে জেতাতে নাম বাদ দেওয়া হচ্ছে। বিহারের পর নির্বাচন কমিশন বাংলায় SIR করতে পারে বলে জল্পনা শুরুর পর থেকেই সরব হয়েছে রাজ্যের শাসকদল। কয়েকদিন আগে অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, “SIR-র নামে একজন ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ বাঙালিকে নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব।”
এরপর গতকাল অনুরাগ ঠাকুর ডায়মন্ড হারবারের ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন। ২০১৪ সাল থেকে এই লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক। সেই লোকসভা কেন্দ্রে ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে অনুরাগ বলেন, “ডায়মন্ড হারবারে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত ৪ বছরে। সব জায়গায় তৃণমূল জিতেছে। তাহলে কী ভুয়ো ভোটার দিয়েই আপনি ভোটে জিতছেন?”
এদিন অনুরাগকে জবাব দিয়ে অভিষেক বলেন, প্রয়োজনে তিনি আগামিকালই পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে। এই একই দাবি যাতে সব বিরোধী দল তোলে, সেই আবেদন তৃণমূলের তরফে ইন্ডিয়া জোটকে করেন অভিষেক। তাঁর প্রস্তাব, বিজেপির অভিযোগের প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের সাংসদরা পদত্যাগ করতে প্রস্তুত বলে প্রচার করুন।