সন্তোষ মিত্র স্কোয়ার বিতর্কে হুঙ্কার অর্জুনের
কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। এ বছর তাদের থিম ‘অপারেশন সিঁদুর’। পহেলগাম হামলা থেকে শুরু করে ভারতীয় সেনার অভিযান, সবই ধরা পড়েছে মণ্ডপে। কিন্তু সেই থিম নিয়েই তীব্র বিতর্কের ঝড় উঠেছে শহরে। অভিযোগ, সাধারণ দর্শকদের প্রবেশে নানা বাধা তৈরি করা হচ্ছে। এই নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের মধ্যে।
পুজো উদ্যোক্তা সজল ঘোষও জানিয়েছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ক্লাবের পক্ষে ভবিষ্যতে পুজো আয়োজন করা কঠিন হয়ে দাঁড়াবে। অভিযোগ উঠেছে, প্রায় ৪০ ফুট চওড়া রাস্তা গার্ডরেল দিয়ে আটকে দিয়ে দর্শনার্থীদের সরু ১৫ ফুট রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে। ফলে মাঠে পৌঁছতে যেখানে ৭০০ মিটার হাঁটলেই হতো, এখন যেতে হচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার।
এই অবস্থায় রবিবার মাঠে নামেন বিজেপি নেতা অর্জুন সিং। সংবাদমাধ্যমে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, 'ওই পুজো যদি বন্ধ হয়, তা হলে বাংলায় আগুন জ্বলবে।' তিনি আরও বলেন, 'এই পুজোয় সিঁদুরের লড়াই তুলে ধরা হয়েছে। মা-বোনেদের সম্মান রক্ষার কথা বলা হয়েছে। অথচ আজ সিঁদুরেরও রাজনীতি করা হচ্ছে। সজল ঘোষ বুক চিতিয়ে পুজো করুন। হাজার হাজার মানুষ তাঁর পাশে আছে।'
অর্জুন সিংয়ের এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক রং চড়ল বিতর্কে। দর্শনার্থীরা চাইছেন, যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।