You will be redirected to an external website

‘শান্তি-স্থিতাবস্থা ফেরাতে ভারত সর্বদা নেপালের পাশে আছে’, সুশীলাকে ফোন মোদীর

A few days ago, the entire country was in turmoil due to the youth movement. The government has fallen.

সুশীলার সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কয়েকদিন আগেই যুব আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশে। পড়ে গিয়েছে সরকার। উল্টে গিয়েছে গদি। এবার নেপালের অন্তবর্তী সরকারের দায়িত্ব উঠেছে নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ৭৩ বছরের সুশীলা কারকি। এই প্রথম সে দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসলেন কোনও মহিলা। এবার সুশীলার সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে সে কথা শেয়ারও করেছেন মোদী। 

সুশীলা কারকির সঙ্গে কথোপকথোনের সময় নেপালের হিংসায় প্রাণহানির জন্য দুঃখপ্রকাশ করেন মোদী। সমবেদনাও জানান। একইসঙ্গে ফের নেপালে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর পক্ষেও ভারতের সমর্থনের কথা বলেন। পাশে থাকারও বার্তা দেন।

এ প্রসঙ্গেই এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “নেপালের অন্তবর্তী সরকারের প্রধামন্ত্রী সুশীলা কারকির সঙ্গে কথা হল। সম্প্রতি সেদেশের হিংসায় অস্থিরতার জন্য যে প্রাণহানির ঘটনা ঘটেছে তার জন্য তার জন্য সমবেদনা জানিয়েছি। নেপালে শান্তি ফেরাতে, স্থিতাবস্থা ফেরাতে ভারত সর্বদা সবরকমভাবে নেপালের পাশে আছে। এছাড়াও, আগামীকাল নেপালের জাতীয় দিবসে আমি প্রধানমন্ত্রীকে এবং নেপালের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাই।”  

সদ্য নেপালের রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথবাক্য পাঠ করেছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি। তবে এর আগেও সুশীলা কারকিকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল মোদীকে। সদ্য ইম্ফলে মোদীর সভায় শোনা গিয়েছিল তাঁর কথা। প্রধানমন্ত্রী বলেছিলেন, “নেপাল ভারতের বন্ধু দেশ। আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু। তাদের সঙ্গে আমাদের দেশের ইতিহাসও ওতপ্রোত ভাবে জড়িয়ে। আগামীতে এভাবেই আমরা একে অপরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The northern hills and plains are in the grip of disaster ahead of Puja. Normal life is disrupted due to heavy rains Read Next

লাল সতর্কতা জারি তিস্তা...