You will be redirected to an external website

ফের বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার! আটকে ১৪ জন ভারতীয় মৎস্যজীবী

Indian trawler seized in Bangladesh again! 14 Indian fishermen trapped

ট্রলার

ফের বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার। বাংলাদেশের জলসীমায় ভেসে যাওয়ার অভিযোগে একটি ভারতীয় ট্রলারকে আটক করা হয়েছে। ওই ট্রলারটিকে আটক করেছে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ‘এফ বি পারমিতা’ নামে ওই ট্রলারটিকে আটক করা হয়। সেই সময়ে ওই ট্রলারে ১৪ জন ভারতীয় মৎস্যজীবী ছিলেন। খবর পাওয়ার পরেই উদ্বিগ্ন তাঁদের পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, ৩০ জুলাই পাথরপ্রতিমা খেয়াঘাট থেকে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল ওই ট্রলারটি। শনিবার সন্ধ্যার পরে হঠাৎই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ভেসে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। এর পরেই মংলা উপকূলীয় অঞ্চলের কাছে ট্রলারটিকে আটক করে বাংলাদেশের কোস্ট গার্ড।

বর্তমানে ওই ট্রলারটিকে বাংলাদেশের মংলা মৎস্যবন্দরে রাখা হয়েছে। তবে ট্রলারে উপস্থিত ১৪ জন মৎস্যজীবী কী অবস্থায় রয়েছেন তা এখনও জানা যায়নি। মৎস্যজীবী সংগঠনের দাবি, গত ১৫ দিনের মধ্যে এটি তৃতীয় ঘটনা। এখনও পর্যন্ত বাংলাদেশে মোট ৩টি ভারতীয় ট্রলার ও ৪৮ জন মৎস্যজীবী আটক রয়েছেন। ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন মৎস্যজীবী সংগঠনের নেতারা।

সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতিনাথ পাত্র বলেন, ‘এখন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আমরা ইউনিয়ন থেকে বারংবার মিটিং করেছি। অফিশিয়ালদের সঙ্গেও মিটিং করেছি। সেখানে আলোচনা হয়েছে, আমাদের বাংলাদেশের জলসীমা থেকে দূরে থাকতে হবে। ইসরো থেকে দেওয়া যন্ত্র ট্রলারে বসে গেলেই আমরা সহজেই পুরো বিষয়টা মনিটারিং করতে পারব। ট্রলারে ওই যন্ত্র থাকলে আইএমবিএল পার করলেই আমরা জানতে পারব। সেই মতো ট্রলারগুলিকে সতর্ক করা যাবে।’

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'If a beautiful woman who speaks English has value in the party, she will stay... It shows what culture is', Mahua-Kalyan conflict is now more public Read Next

‘ইংরেজি বলা সুন্দরী মহি...