You will be redirected to an external website

নার্স-চিকিৎসকের দেখা নেই! হাসপাতালে বেডে শুয়ে জখম নাতি, স্যালাইন হাতে ঠায় দাঁড়িয়ে রইলেন বৃদ্ধা

Nurses and doctors not seen! Injured grandson lying in hospital bed, old woman standing with saline in hand

স্যালাইন হাতে ঠায় দাঁড়িয়ে রইলেন বৃদ্ধা

মধ্যপ্রদেশের (Madhya Pradesh Hospital) সতনা জেলার সর্দার বল্লভভাই পাটেল জেলা হাসপাতালে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। চিকিৎসা পরিষেবার ঘাটতি এবং কর্মীদের উদাসীনতার কারণে ৭২ বছরের এক বৃদ্ধাকে নাতির স্যালাইনের বোতল হাতে ধরে প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে থাকতে হল (Grandmother Holds Drip Bottle)। ঘটনাটি ঘটেছে শুক্রবার, যেই ছবি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন ৩৫ বছরের অশ্বিনী মিশ্র। তাঁকে মাইহার থেকে নিয়ে আসা হয় জেলা হাসপাতালে। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আনা হলেও চিকিৎসক বা নার্স কেউই স্যালাইন স্ট্যান্ড সরবরাহ করেননি। ফলে অসহায় দিদিমাকেই নাতির মাথার উপরে বোতল ধরে দাঁড়িয়ে থাকতে হয়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, হাসপাতালে পর্যাপ্ত স্ট্যান্ড থাকা সত্ত্বেও কর্মীরা সাহায্যে এগিয়ে আসেননি। কাঁপা হাতে স্যালাইন ধরে থাকা বৃদ্ধার উপস্থিতি সবার চোখে জল এনে দেয়। অনেকেই বলছেন, হাসপাতালের কর্মীরা দায়িত্ব এড়িয়ে গিয়েছেন।

এর মধ্যেই আরেকটি অমানবিক ঘটনা সামনে আসে। যে অ্যাম্বুলেন্সে অশ্বিনীকে হাসপাতালে আনা হয়েছিল, সেটি হাসপাতালের গেটেই বিকল হয়ে যায়। পরে সাধারণ মানুষ ঠেলে গাড়িটি সরাতে বাধ্য হন।

এমন ঘটনায় আবারও উঠে এল জেলার সরকারি হাসপাতালের অব্যবস্থার অভিযোগ। বহুবার রোগীর পরিবার অভিযোগ করেছে, এখানে নেই যথেষ্ট বেড, নেই স্ট্রেচার আর জরুরি সময়ে মেলে না সঠিক চিকিৎসা।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন, 'হাসপাতালে কোনও স্ট্যান্ডের অভাব নেই। রোগীর চিকিৎসা ৫-৭ মিনিটের মধ্যেই শুরু হয়। বৃদ্ধা নিজেই বোতল হাতে নিয়েছিলেন, তবে রোগী যথাযথ চিকিৎসা পেয়েছেন।' তবুও এই ঘটনাকে ঘিরে হাসপাতালের অব্যবস্থা ও দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Mumbai man gets angry after repeatedly ringing his doorbell Read Next

বার বার কলিং বেল বাজানোয় ...