You will be redirected to an external website

অঙ্গনওয়ারি কেন্দ্রে চাল-ডালে কিলবিল করছে পোকা, সুপারভাইজার বলছেন, ‘আমাকে কেউ জানায়নি’

Insects are buzzing in rice and pulses at the Anganwari center

অঙ্গনওয়ারি কেন্দ্রে চাল-ডালে কিলবিল করছে পোকা

চন্দ্রকোনায় অঙ্গনওয়ারি কেন্দ্রে চাল-ডালে কিলবিল করছে পোকা। বস্তা পড়ে থেকে ডেলাও পাকিয়ে গিয়েছে। তা দিয়েই চলছে রান্না। সেই রান্নাই দেওয়া হচ্ছে শিশু ও প্রসূতিদের। ক্ষোভ ফুঁসে উঠলেন এলাকার বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামগঞ্জ গ্রামের। এখানেই রয়েছে ৬৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট ৮২ জন পড়ুয়া ও প্রসূতি মহিলার জন্য খাবার রান্না হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নষ্টে হতে চলা জিনিসপত্র দিয়েই খাবার রান্না চলছে। রান্নার দায়িত্বে থাকা দিদিমণির উপরও ক্ষোভ উগরে দেন তাঁরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ঠিকমতো পড়াশোনাও হয় না বলে অভিযোগ।

অঙ্গনওয়ারি কেন্দ্রের শিক্ষিকা মৌসুমী প্রামাণিক বলছেন, একেবারে তিন চার মাসের খাদ্যসামগ্রী দিয়ে চলে যায় সাপ্লায়ার। কিন্তু আমরা ভাল করে ধুয়ে, পরিষ্কার করে তারপরই রান্না করা হয়। একইসঙ্গে তিনি বলছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই কোনও সহায়িকা বা রাঁধুনি শিক্ষিকা। তাই নিজের টাকা থেকেই রাঁধুনি রেখে কোনওমতে রান্নার কাজ চালান। 

যদিও ক্ষুব্ধ অভিভাবকেরা বলছেন, এভাবে অস্বাস্থ্যকর খাবার দেওয়া হলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এ নিয়ে প্রশাসনের নানা জায়গাতে জানিয়েও কোনও লাভ হয়নি। এ বিষয়ে চন্দ্রকোনা ২ ব্লক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার কৃষ্ণা পাইন যদিও বলছেন, তাঁকে কেউ এ নিয়ে কিছু বলেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। সিডিপিও-কে জানিয়ে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Uproar in the assembly, Subhendu Adhikari suspended again, BJP MLAs come out Read Next

উত্তাল বিধানসভা, ফের সাস...