You will be redirected to an external website

এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন, ঝাড়গ্রামে পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরব কাউন্সিলর

Councilors raise voice against Jhargram municipality chairman over questions about area development

রাস্তার বেহাল দশা

ঝাড়গ্রামে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরব কাউন্সিলর। ঝাড়গ্রাম শহরের উন্নয়ন নিয়ে প্রকাশ্যে এল শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল। পুরসভার কাজ নিয়ে চরম ক্ষোভ উগরে দিয়েছেন ঝাড়গ্রাম পুরসভার কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান। রাস্তাঘাটের সমস্যা থেকে শুরু করে শহরের মোটের উপর উন্নয়ন— কোনও ক্ষেত্রেই কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তাই উনি যে রাস্তায় আসবেন সেটাই মেরামত করা হচ্ছে বাকি রাস্তা বেহাল অবস্থা তেই পড়ে রয়েছে,বলে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি,

শাসকদলের কাউন্সিলরের ক্ষোভে তোলপাড় ঝাড়গ্রাম পুরসভা, উন্নয়ন রুখে দেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়গ্রাম পুরসভার অধীন শহরের জলনিকাশি ব্যবস্থা থেকে রাস্তাঘাট— একাধিক উন্নয়ন প্রকল্প কাজের গতি থমকে রয়েছে বলে অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন শাসকদলেরই পৌর কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান। তাঁর সরাসরি অভিযোগ, পুরসভা এবং বর্তমান চেয়ারম্যানের উদাসীনতার কারণেই শহরের উন্নয়ন কার্যত মুখ থুবড়ে পড়েছে।

গৌরাঙ্গবাবুর বক্তব্য, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে তিনি বারবার বিষয়টি পুর প্রশাসনের দৃষ্টিতে আনার চেষ্টা করেছেন, কিন্তু কোনও সদর্থক পদক্ষেপ মেলেনি। রাস্তাঘাটের বেহাল দশা, বর্ষায় জল জমে যাওয়া, আলো-বাতির অনুন্নত অবস্থা নিয়ে শহরবাসী নিত্যদিন সমস্যায় পড়ছেন বলেও অভিযোগ তাঁর।

এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা সত্ত্বেও উন্নয়নের স্বার্থে তিনি এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন বলে জানিয়েছেন কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান। তাঁর হুঁশিয়ারি, “শহরের স্বার্থে দরকার হলে সব তথ্য প্রমাণসহ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাব।” শাসকদলেরই কাউন্সিলরের এই বিদ্রোহে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছে— পুরসভা চালাতে ব্যর্থ শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্য উদাহরণ এটি।

কাউন্সিলরের প্রকাশ্য ক্ষোভে এখন উত্তাল ঝাড়গ্রাম পুরোঞ্চল। এখন দেখার, শাসকদল এবং পুর প্রশাসন তাঁর অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

BJP protests at Siliguri Subdistrict Council, submits memorandum alleging corruption Read Next

শিলিগুড়ি মহকুমা পরিষদে ...