প্রকাশ হল জয়েন্ট এন্ট্রান্সের ফল
সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটতেই প্রকাশ হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পড়ুয়ারা। পরীক্ষা অনেক দিন আগে হয়ে গেলেও ওবিসি জটে বারবার ফল প্রকাশ আটকে যায়। রাজ্যের তৈরি করা ওবিসি তালিকায় সম্মতি ছিল না কলকাতা হাইকোর্টের। পরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায়। আজ, শুক্রবার সেই মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তারপরই প্রকাশ করা হল ফল।
প্রথম: অনিরুদ্ধ চক্রবর্তী, ডন বসকো পার্ক সার্কাস।
দ্বিতীয়: সাম্যজ্যোতি বিশ্বাস, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল।
তৃতীয়: দিসান্ত বসু, ডিপিএস রুবি পার্ক।
চতুর্থ: অরিত্র রায় ডিপিএস, রুবি পার্ক।
পঞ্চম: তৃষাণজিত দলুই, পার্ভ ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর।
ষষ্ঠ: সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল।
সপ্তম: সম্বিত মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমান।
অষ্টম: অর্চিস্মান নন্দী, ডিএভি মডেল স্কুল খড়গপুর।
নবম: প্রতীধ ধানুকা, ডিপিএস রাজারহাট।
দশম: অর্ক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান।
আইনি জটে জয়েন্ট এন্ট্রান্সের ফল এতটা পিছিয়ে যাওয়ায় সমস্যায় পড়তে পারেন পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে ভর্তি আটকে থাকায় অনেকেই কলেজে ভর্তি হতে পারেননি। অনেকে অনিশ্চয়তার মধ্যে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়, শিবপুর সহ সব জায়গায় ভর্তি প্রক্রিয়া আটকে ছিল। এখনও কাউন্সেলিং-এর সময় জানানো হয়নি, তবে শীঘ্রই তা প্রকাশ করবে বোর্ড।
আদালতের নির্দেশ ছিল, পুরনো ভর্তির বিজ্ঞপ্তি মেনে ৭ শতাংশ সংরক্ষণই দিতে হবে। ২০২৪ সালে মামলা হওয়ার আগে ৭ শতাংশই সংরক্ষণ ছিল। কিন্তু এখন রাজ্য সরকার ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ করতে চায় ২০১১ সালের ওবিসি সংশোধনের নিয়মে। তাতে আপত্তি ছিল হাইকোর্টের। শুক্রবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ছে।