You will be redirected to an external website

আর একটু বৃষ্টি হলেই ডুববে কোচবিহার, জলপাইগুড়িতে লাল সতর্কতা, দার্জিলিঙে কমলা!

Just a little rain will drown Cooch Behar, red alert in Jalpaiguri, orange in Darjeeling!

জলপাইগুড়িতে লাল সতর্কতা, দার্জিলিঙে কমলা!

অল্প সময়ের ব্যবধানে উত্তরবঙ্গে ফের ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস (North Bengal Heavy Rain)। রবিবার আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়ি  (Jalpaiguri) জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা (Take Action Alert)। অন্যদিকে দার্জিলিংয়ে (Darjeeling) ঘোষণা করা হয়েছে কমলা সতর্কতা (Be Prepared Alert)।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, কোচবিহার ও জলপাইগুড়িতে একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেমি পর্যন্ত) হতে পারে। সঙ্গে বজ্রঝড়, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। এই পরিস্থিতিতে স্থানীয় বন্যা, ভূমিধস এবং রাস্তা ও ঘরবাড়ি ক্ষতির আশঙ্কা রয়েছে।

দার্জিলিং জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতেও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের সতর্কবাণী, হঠাৎ বৃষ্টির জেরে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে।

ইতিমধ্যে তিস্তা, তোর্সা, রায়ডাক ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। বিশেষত পাহাড়ি এলাকা দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামার আশঙ্কা প্রবল।

এদিকে দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Be Aware Alert)। এই সময় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Heavy rains in a short period of time have devastated vast areas of North and South Bengal. Read Next

'কোনও রকম চিন্তা করার দরক...