You will be redirected to an external website

তিরন্দাজি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন জ্যোতি, গড়লেন বিরল নজির!

Perfect aim, a cool head and unwavering confidence - all of them combined to make history for Jyothi Surekha Vennam

তিরন্দাজি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন জ্যোতি

নিখুঁত নিশানা, ঠান্ডা মাথা আর অদম্য আত্মবিশ্বাস—সব মিলিয়ে ইতিহাস লিখলেন জ্যোতি সুরেখা ভেনম (Jyothi Surekha Vennam)। তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে (Archery World Cup Final 2025) কমপাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে গড়লেন নজির!

শনিবার মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে জ্যোতির প্রতিপক্ষ ছিলেন বিশ্বের দু’নম্বর তিরন্দাজ, ব্রিটেনের (Great Britain) এলা গিবসন (Ella Gibson)। কিন্তু শুরু থেকেই ম্যাচটা একতরফা করে দেন ভারতের এশিয়ান গেমসজয়ী এই তারকা। ১৫টি তীর—সব ক’টাই পারফেক্ট টেন! ১৫০–১৪৫ স্কোরে জিতে নেন কেরিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনালের পদক।

এটাই ছিল জ্যোতির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। আগের দুই আসরে—মেক্সিকোর টাক্সকালা (Tlaxcala 2022) ও হারমোসিলোতে (Hermosillo 2023) প্রথম রাউন্ডেই থেমে যেতে হয়েছিল। তাই এই পদক শুধু সাফল্য নয়, বরং দীর্ঘ প্রতীক্ষাশেষে দুরন্ত প্রত্যাবর্তন!

টুর্নামেন্টের শুরুতেই ভাল কিছুর আভাস মিলছিল। কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) অ্যালেক্সিস রুইজকে (Alexis Ruiz) হারান ১৪৩–১৪০ ফলে। কিন্তু সেমিফাইনালে বিশ্ব এক নম্বর, মেক্সিকোর (Mexico) আন্দ্রেয়া বেসেরা-র (Andrea Becerra) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়েও ১৪৩–১৪৫ স্কোরলাইনে পরাস্ত হন। তৃতীয় এন্ডের পরও এক পয়েন্টে এগিয়ে ছিলেন জ্যোতি (৮৭–৮৬)। কিন্তু শেষ দুই রাউন্ডে বেসেরার নিখুঁত টেনে রাশ ফসকে যায়।

তবে হতাশা খুব বেশি স্থায়ী হয়নি। ব্রোঞ্জ ম্যাচে জ্যোতির নিখুঁত পারফরম্যান্সে বিদ্ধ প্রতিপক্ষের আত্মবিশ্বাস। ১৫টি টানা পারফেক্ট টেন! কোনও ভুল নেই, কোনও দ্বিধা নেই—যেন প্রতিটি তির নিজের সুরে বাঁধা! দর্শক-স্ট্যান্ড থেকে গর্জে ওঠে করতালি আর টিভির পর্দায় ভাসতে থাকে দেশের গর্বিত জাতীয় পতাকা।

ভারতের আরও এক প্রতিনিধি মধুরা ধামাঙ্গাঁওকর (Madhura Dhamangaonkar) মহিলা কমপাউন্ডে লড়েছিলেন। কিন্তু প্রথম রাউন্ডেই মেক্সিকোর মারিয়ানা বারনালের (Mariana Bernal) কাছে ১৪২–১৪৫ ফলে পরাস্ত হন। পুরুষদের বিভাগে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন ঋষভ যাদব (Rishabh Yadav)। তাঁর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার (South Korea) কিম জং-হো (Kim Jongho)। এই লড়াই-ই নির্ধারণ করবে ভারত এই বিশ্বকাপ ফাইনালে আর কোনও ইতিহাস গড়তে পারে কি না!

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Union Minister of State for Education Sukanta Majumder entered Serampore on Wednesday and took out a bike procession Read Next

কল্যাণের চ্যালেঞ্জ অ্যা...