You will be redirected to an external website

'বীরভূমে কেষ্ট-রাজ শুরু হয়েছে', বোলপুরের আইসির কী হবে? 'দুয়ে দুয়ে চার' করলেন শুভেন্দু

'Keshta-Raj has started in Birbhum', what will happen to Bolpur IC? Shuvendu said 'two two four'

'বীরভূমে কেষ্ট-রাজ শুরু হয়েছে

সম্প্রতি বীরভূম সফরে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকের পর তাঁকে বড় দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনরের (আহ্বায়ক) দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর 'স্নেহভাজন' কেষ্টর হাতেই। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বোলপুরের আইসিকে নিয়ে ভাইরাল অডিও ক্লিপের প্রসঙ্গও টেনে আনলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে নিশানা করে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, 'অনুব্রত মণ্ডলকে প্রোমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কী চোখে দেখেন তা প্রমাণ করে দিয়েছেন। বীরভুমে আবার 'কেষ্ট-রাজ' শুরু হয়েছে।' তিনি আরও বলেন, 'বোলপুরের আইসি ক'দিন পরই যাবে। সবে আজকে কজন ওসি গেছে।' প্রসঙ্গত, বুধবার বীরভূম জেলার পুলিশে বড় রদবদল হয়েছে।

গত মে মাসে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল (Viral Audio Clip) হয়। (দ্য ওয়াল সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি)। অডিও ক্লিপে শোনা যায় বোলপুর থানার আইসি-কে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছেন বীরভূম জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই গালমন্দের বহর এমনই যে কান পাতা দায়। শুধু সেই পুলিশ অফিসার নয়, অভিযোগ, ফোনে গালমন্দ করার সময়ে তাঁর স্ত্রী ও মা'র সম্পর্কেও নোংরা কথা বলেছেন অনুব্রত মণ্ডল।

আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে বিএনএস আইনের চারটি ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ধারা গুলি হল ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫। অনুব্রতর বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে।

এই ঘটনার পর অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের পর পুনর্বহাল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। জানা গিয়েছে, বীরভূমের দাপুটে নেতাকে ওয়াই প্লাস উইথ কট নিরাপত্তা দেওয়া হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Trinamool MLA furious over smart class being built in schools using MP fund money, 'Why was it done without informing me?' Read Next

সাংসদ তহবিলের টাকায় স্ক...