You will be redirected to an external website

একটানা ৫ দিন বড় খেলা দেখাবে আবহাওয়া, বৃষ্টিতে ভেসে যাবে এই সব জেলা

A few days break. Then the rains started again in Bengal. Continuous rains are falling all over Bengal

আরও বাড়বে দুর্যোগ

কয়েকদিনের বিরতি। তারপর ফের আবার বৃষ্টির খেলা শুরু বঙ্গে। একটানা লাগাতার বৃষ্টি হচ্ছে গোটা বাংলায়। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।অনুযায়ী ফের সক্রিয় হয়েছে বর্ষা। যার জেরে আবার ভোগান্তি। হবে একটানা লাগাতার বৃষ্টি। ফলে আবারও জল বাড়ার পূর্বাভাস বন্যা কবলিত এলাকাগুলিতে। কয়েকদিন আগেই ভেসে গিয়েছিল খানাকুল, আরামবাগ-সহ একাধিক জেলা। বাড়ি ঘর হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে দুর্গতদের। অন্যদিকে, উত্তরবঙ্গের তিস্তা সংলগ্ন এলাকাগুলি লাল সতর্কতা জারি হয়েছিল। ক্রমাগত বৃষ্টিতে জল পেয়ে দুকুল ছাপিয়ে গিয়েছিল গোটা এলাকা। সেই কয়েকদিনের মধ্যেই আবারও বৃষ্টির পূর্বাভাস।

 

আলিপুর আবহাওয়া অফিস বলছে, মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ দিন টানা ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার উপকূলে ভারী বর্ষণের পূর্বাভাস। কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার বৃষ্টি কোথায় হবে? পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার

শুক্রবার বৃষ্টি কোথায় হবে? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি

শনিবার বৃষ্টি কোথায় হবে? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মালদহ, দক্ষিণ দিনাজপুর রবিবার বৃষ্টি কোথায় হবে? বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Explosive allegations, EVMs were taped in more than 900 booths. 8 polling agents in each booth, and Jahangir's forces outside Read Next

কীভাবে ৭ লক্ষ ভোটে জয় পেয়...