শীত নিয়ে কী বলল হাওয়া অফিস
মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে, বৃষ্টিপাতও কমতে শুরু করবে, কিন্তু আবহাওয়ার (Weather) পুরোপুরি বদল কবে থেকে আসবে তা এখনও বলতে পারল না আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। বরং পূর্বাভাস দেওয়া হল, আগামী কয়েকদিন ভারী না হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain) চলবে। উত্তরে কিছুটা হলেও কমবে বৃষ্টির পরিমাণ।
শুক্রবার দুপুরে কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় দুপুরেই। যা পরিস্থিতি হয়েছিল তাতে সেটাকে দুপুর বলা যায় না, যেন সন্ধে! এতটাই অন্ধকার করে এসেছিল। টানা বেশ কিছুক্ষণ বর্ষণের পর কিছু জায়গায় বৃষ্টি থেমে যায়। তবে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় বৃষ্টি থাকবে আগামী বেশ কয়েকদিন।
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সহ উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে এর সঙ্গে থাকবে বজ্রাঘাত, ঝড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় জারি হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)।
এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ ও উত্তর ওড়িশায় দুটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি মাসে বৃষ্টি বজায় থাকলেও ধীরে ধীরে তার পরিমাণ কমবে কারণ মৌসুমী বায়ু রাজ্য থেকে ফিরে যাচ্ছে। কিন্তু শীত (Winter) কবে পড়বে বা আগাম পড়বে কিনা, সে নিয়ে কিছু ইঙ্গিত দেননি আবহাওয়াবিদরা।
তবে এটুকু জানা গেছে, বর্তমানে বর্ষা বিদায় রেখা গুজরাতের ভিরাবল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত থমকে রয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে বর্ষা গুজরাতের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বড় অংশ থেকে বর্ষা বিদায়ের মতো পরিবেশ তৈরি হয়েছে এবং চার দিনের মধ্যেই ওই এলাকাগুলি থেকেও বর্ষা চলে যাবে।
বর্ষা বিদায়ের পর শীত আসার আগে শুরু হবে সাইক্লোনের মরশুম। অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের সময় চলবে। এর মাঝেই শীতের আগমন ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।