ছবি - ইন্টারনেট
আরজি করের নির্যাতিতার বাবাকে কিছুদিন আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সময়ই মামলা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন। অবশেষে সেই কাজই করলেন কুণাল। ব্যাঙ্কশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেছেন।
মেয়ের ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন বাবা-মা। নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছিলেন তাঁরা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। আর সিবিআই তদন্ত দাবি করেছিলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত করছে না।
সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এসে আরও হতাশা প্রকাশ করেছিলেন তাঁরা। নির্যাতিতার বাবা বলেছিলেন, 'সিবিআই বোগাস'। এই ইস্যুতেই নির্যাতিতার বাবা নিশানায় পড়েছিলেন তৃণমূল নেতা।
অভিযোগ ছিল, রাজ্য সরকার টাকা দিয়েছে সিবিআই-কে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছেন! এই মন্তব্যের বিরোধিতা করেই তাঁকে আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল। এবার মামলা করলেন।
কুণাল জানিয়েছিলেন, নোটিস পাঠানোর পর ৪ দিনের মধ্যে যদি নির্যাতিতার বাবা ক্ষমা চান তাহলে কোনও পদক্ষেপ করবেন না তিনি। কিন্তু তেমনটা না হলে আদালতের দ্বারস্থ হবেন। এখন ঠিক তাই করলেন তৃণমূল নেতা।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি আগেই লিখেছিলেন, ''ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে।'' তাঁর স্পষ্ট কথা, নির্যাতিতার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা রয়েছে। কিন্তু এই ধরনের দাবি বা অভিযোগ করে কেউ যে পার পাবেন না।