ছাব্বিশে ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী কুণালের
বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। আরও একবার নতুন সরকার নির্বাচনের পালা। আগামী বছরের প্রথমার্ধ্বের মধ্যেই ভোটপর্ব মিটে যাবে আশা করা হচ্ছে। শাসক শিবিরের আশা, গত ৫ বছরে রাজ্যে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবার ফিরছেই। বিরোধীরা স্রেফ হাওয়ায় মিলিয়ে যাবে বলেও কটাক্ষ করছেন কেউ কেউ। এসবের মাঝে ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করে দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর হিসেবে, বাম-কংগ্রেস এবারও শূন্যই থাকবে। বিজেপির আসন নেমে আসবে তিরিশের কোঠায়।
রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক অনুষ্ঠানে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”২০২৬ বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্যই থাকবে। বিজেপি তিরিশও পেরবে না। আর তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” এরপর তাঁর আরও সংযোজন, ”আগস্টেই বিপ্লবীরা ডাক দিয়েছিল – ‘ব্রিটিশ তুমি ভারত ছাড়ো।’ তৃণমূল কংগ্রেস ডাক দিচ্ছে – বিজেপি তুমি বাংলা ছাড়ো/ বিজেপি তুমি ভারত ছাড়ো। কারণ, নরেন্দ্র মোদী, তোমার দল বাংলা ভাষাকে অপমান করেছে।”
প্রাক নির্বাচনী সমীক্ষা নতুন কিছু নয়। ভোটগ্রহণ পর্বের পর বিভিন্ন সংস্থা তা করে থাকে। ভোটবাক্স খোলার পর সেই ফলাফল কখনও মেলে, কখনও সম্পূর্ণ উলটো হয়। তবে রাজনৈতিক আবহাওয়া দেখে ফলাফল সম্পর্কে ধারণা করার বিষয়টি আলাদা। এর আগে বিজেপি বিরোধী সুর চড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে বলেছিলেন, ”বিজেপিকে এবার পঞ্চাশের মধ্যে বেঁধে ফেলব, কথা দিলাম।” অভিষেকের সেই টার্গেট আরও কমিয়ে দিলেন কুণাল ঘোষ। তাঁর ভবিষ্যদ্বাণী, ”বিজেপি তিরিশও পেরবে না।” উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে বিজেপি ৭৭ আসনে জিতেছিল। পরে তা কমে সত্তরের নিচে চলে গিয়েছে। আর ছাব্বিশে তাদের টার্গেট ১০০ আসন। তা কতটা পূরণ হয়, তা তো সময়ই বলবে।