You will be redirected to an external website

প্রয়াত অলিম্পিয়ান জয়ী হকি তারকা ভেস পেজ, পিতৃহারা লিয়েন্ডার পেজ

Late Olympian-winning hockey star Vess Page, fatherless Leander Page

হকি তারকা ভেস পেজ ও লিয়েন্ডার পেজ

প্রয়াত প্রাক্তন হকি তারকা ভেস পেজ। টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা তিনি। বার্ধক্যজনিত সমস্যায় অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলিম্পিক্স পদকজয়ী হকি তারকা। বয়স হয়েছিল ৮০ বছর। মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন ভেস পেজ।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ভেস পেজ। প্রথমে বাড়িতে চলছিল চিকিৎসা। বুধবার থেকে আচমকা শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু শেষ রক্ষা হলো না। প্রাক্তন হকি অলিম্পিয়ানের মৃত্যুর খবরে শোকের ছায়া।

ভারতীয় হকি দলে মিডফিল্ডার হিসেবে খেলতেন ভেস পেজ। হকি তারকা হিসেবে জনপ্রিয় হলেও একাধিক খেলা নিয়ে আগ্রহী ছিলেন তিনি। ক্রিকেট, ফুটবল এবং রাগবি খেলাতেও ছিল তাঁর আগ্রহ। রাগবির প্রতি আগ্রহের কারণে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়নের সভাপতি ছিলেন লিয়েন্ডার পেজের বাবা। কলকাতা ক্রিকেট ও ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন তিনি।

১৯৪৫ সালের এপ্রিলে গোয়ায় জন্ম ভেস পেজের। শুধু খেলাতেই নয়, লেখাপড়াতেও তুখোড় ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান। কলকাতায় স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ডাক্তারির ডিগ্রি থাকলেও খেলার মাঠই ছিল তাঁর ভালোবাসা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং BCCI-এর সঙ্গে ডোপিং-বিরোধী এডুকেশন প্রোগ্রামেও কাজ করেছিলেন ডঃ ভেস পেজ।

প্রাক্তন ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় এবং বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের প্রপৌত্রী জেনিফার ডাটনকে বিয়ে করেন ভেস। তাঁদের সন্তান অলিম্পিক্স পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ভেস ও লিয়েন্ডারই ভারতের সফলতম পিতাপুত্র জুটি যাঁরা দু’জনেই অলিম্পিক গেমসে পদক পেয়েছেন।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

ED again searches assets of 'middleman' Prasanna in recruitment corruption case Read Next

নিয়োগ দুর্নীতি মামলায় ‘...